জিবিনিউজ 24 ডেস্ক//
ইন্দোনেশিয়ার উপকূলে ফেরি ডুবে ২৬ জন নিখোঁজ রয়েছেন। স্থানীয় সময় শনিবার (২৮ মে) খারাপ আবহাওয়ার মধ্যে জ্বালানি শেষ হয়ে গেলে ফেরিটি পানিতে ডুবে যায়।
দেশটির উদ্ধারকারী সংস্থা জানায়, ফেরিটি বৃহস্পতিবার মাকাসার প্রণালিতে ডুবে যাওয়ার সময় সেখানে যাত্রী ছিলেন ৪৩ জন। এই প্রণালি সুলাওয়েসি ও বোর্নিও দ্বীপগুলোকে আলাদা করেছে।
এ ঘটনায় ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। অন্যদের উদ্ধারে চেষ্টা চলছে।
২০১৮ সালে সুমাত্রা দ্বীপের বিশ্বের গভীরতম হ্রদে একটি ফেরি ডুবে দেড়শ জনের বেশি লোক মারা যান।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন