শিক্ষাঙ্গনে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: শিক্ষামন্ত্রী

জিবিনিউজ 24 ডেস্ক//

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন এগিয়ে আসায় একটি মহল শিক্ষাঙ্গনে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। যারা শিক্ষাঙ্গনকে বিশৃঙ্খল করতে চায়, যারা শিক্ষাঙ্গনে এক ধরনের অরাজকতা সৃষ্টি করে জাতীয় রাজনীতিতে অরাজক পরিস্থিতির সৃষ্টি করতে চায়। আমি মনে করি তাদের এ ধরনের অভিপ্রায়ের কোনোটিই বাস্তবায়িত হবে না।

রোববার (২৯ মে) দুপুরে চাঁদপুরের বাবুরহাট উচ্চবিদ্যালয় এবং কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

দীপু মনি বলেন, 'বাংলাদেশের মানুষ শান্তি চায়। শেখ হাসিনার নেতৃত্বে দেশ শান্তিতে এগিয়ে চলছে বলে এ দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে। এটা বিরোধীদল মেনে নিতে পারছে না। তাই তারা একেরপর এক নানা অরাজকতার সৃষ্টি করছে।'

তিনি বলেন, 'যারা অতীতে এ দেশে দুঃশাসন চালিয়েছে, নির্বাচনকে সামনে রেখে সেই অপশক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করছে। নির্বাচনী পরিস্থিতি ঘোলাটে করে তারা তাদের অন্যায় কিছু সুবিধা আদায়ের চেষ্টা করছে হয়তো। তাদের সেই অপচেষ্টা নিশ্চয়ই সফল হবে না।'

শিক্ষামন্ত্রী বলেন, 'তারা সবসময় তাদের অপরাজনীতি দিয়ে শিক্ষাঙ্গনকে উশৃঙ্খল-বিশৃঙ্খল করতে, রক্তাক্ত করতে, অতীতে যেভাবে অপচেষ্টা চালিয়েছে এখনো সেই অপচেষ্টা চালাচ্ছে। নিশ্চয়ই বাংলাদেশের মানুষ, আমাদের সচেতন ছাত্রসমাজ সেটিকে প্রতিহত করবে।'

পরে মন্ত্রী শহরের আল-আমিন একেডেমি স্কুল এবং কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেন।

সেসময় উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটে মো. নাসির উদ্দিন সারোয়ার, পুলিশ সুপার মিলন মাহমুদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান এবং পৌর মেয়র জিল্লার রহমান প্রমুখ।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন