জিবিনিউজ 24 ডেস্ক//
দীর্ঘদিন পর সিনেমায় অভিনয় করেছেন কিংবদন্তি অভিনেতা আসাদুজ্জামান নূর। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটির নাম ‘চাঁদের অমাবস্যা’। এটি নির্মাণ করেছেন ‘মেঘমল্লার’খ্যাত পরিচালক জাহিদুর রহিম অঞ্জন।
আসাদুজ্জামান নূর জানান, ‘চাঁদের অমাবস্যা’ সৈয়দ ওয়ালীউল্লাহর উপন্যাস থেকে নির্মিত হচ্ছে। সামনেই এ ঔপন্যাসিকের ১০০ বছর পূর্ণ হবে। মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জের নদীর ওপারের কিছু লোকেশনে সিনেমাটির শুটিং হয়েছে।
সিনেমায় ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের, তনয়, দিপান্বিতা মার্টিন, শাহানাজ সুমিসহ বেশ ক’জন জনপ্রিয় শিল্পী। আছেন আরও ক’জন শিশুশিল্পী ও স্কুলের শিক্ষক।
উল্লেখ্য, এর আগে ২০০৭ সালে হুমায়ুন আহমেদ পরিচালিত ‘নয় নম্বর বিপদ সংকেত’ সিনেমায় সর্বশেষ বড় পর্দায় দেখা গিয়েছিলো আসাদুজ্জামান নূরকে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন