"ঢাকাইয়া উর্দু যুবান" এবং "সাহিত্য ও গবেষণা কেন্দ্র " এর যৌথ আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে আজ ঈদ রিইউনিয়ন , সেমিনার ও মুশায়েরার আয়োজন করা হয় । সেমিনারের বিষয়, "উর্দু সাহিত্য ও সংস্কৃতির বিকাশে ঢাকার নবাব পরিবারের অবদান" । এতে মুল প্রবন্ধ উপস্থাপন করেন আহসান মঞ্জিল জাদুঘর ও জাতীয় জাদুঘরের সাবেক পরিচালক অধ্যাপক ডক্টর মোঃ আলমগীর । প্রবন্ধের উপর আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের অধ্যাপক ডক্টর গোলাম রব্বানী ও অধ্যাপক মোঃ রশিদ খান । প্রধান অতিথি ছিলেন : উর্দু বিভাগের সাবেক প্রবীন অধ্যাপিকা ডঃ জিনাত আরা সিরাজী
বিশেষ অতিথি ছিলেন : ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের অধ্যাপক ডঃ গোলাম রব্বানী ও অধ্যাপক ডঃ রশিদ খান বক্তব্য প্রদান করেন ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান আজিম বকশ; লেখক ও গবেষক রফিকুল ইসলাম রফিক; ঢাকা সমিতির সাবেক মহাসচিব আবু হুরায়রা ও আরও অনেক অতিথিবৃন্দ। বক্তারা নবাব পরিবারের উর্দু ও ফারসি ভাষায় রচিত সাহিত্য কথা তুলে ধরেন । এগুলো বাংলা অনুবাদ করার আহবান জানান । ঢাকার উর্দু সাহিত্য অত্যান্ত সমৃদ্ধ । ঢাকাইয়া উর্দু যুবান গ্রুপ ঢাকাইয়া উর্দু ভাষা নিয়ে কাজ করে যাচ্ছে । ঢাকাইয়া উর্দু ভাষাও বিলুপ্ত হতে চলেছে । সেমিনারে ঢাকাইয়া ভাষার চর্চা ও রক্ষা করার আহবান জানানো হয় । সেমিনার শেষে মুশায়েরা অনুষ্ঠিত হয় । এতে নবাব আহসান উল্লাহ শাহীনের লেখা উর্দু কবিতা সহ অন্যান্য লেখকের উর্দু কবিতা আবৃত্তি করা হয় । শুভেচ্ছান্তে অধ্যাপক ডক্টর গোলাম রব্বানী, ঢাকা বিশ্ববিদ্যালয় খাজা জাভেদ হাসান , ঢাকার নবাব বংশধর ও বিশিষ্ট সেলস এন্ড মার্কেটিং স্পেশালিস্ট, ইউ কে রফিকুল ইসলাম রফিক, লেখক ও গবেষক এবং ঢাকার ইতিহাস, ভাষা ও সংস্কৃতির উপর পুস্তকাদির রচয়িতা নাজির উদ্দিন , হেল্থ কেয়ার ও হসপিটাল ওরিয়েন্টেড ওকোপেশেনাল হেল্থ এন্ড সেফটি কনসালটেন্ট এন্ড ট্রেইনার , কানাডা
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন