জিবিনিউজ 24 ডেস্ক//
১৪৪৩ হিজরি সনের পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনা এবং সিদ্ধান্ত গ্রহণের জন্যে আজ মঙ্গলবার (৩১ মে) সন্ধ্যা পৌনে ৭টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, দেশের আকাশে কোথাও পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা গেলে টেলিফোন নম্বর ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ এবং ফ্যাক্স নম্বর ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
জিলকদ ও জিলহজ মাস পবিত্র হজের মাস হিসেবে পরিচিত। ৯ জিলহজ হজ পালিত হয়। করোনা মহামারির কারণে দুই বছর বন্ধ থাকার পর এবার সারা বিশ্বের মুসলিমরা সীমিত পরিসরে হজের সুযোগ পাচ্ছেন। ইতোমধ্যে হজের কার্যক্রম শুরু হয়েছে। আগামী ৫ জুন বাংলাদেশ থেকে হজযাত্রীদের বহনকারী প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে যাত্রা করবে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন