নেদারল্যান্ডসে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া

জিবিনিউজ 24 ডেস্ক//

রাশিয়ার এনার্জি জায়ান্ট গ্যাজপ্রম নেদারল্যান্ডসে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে। রুশ মুদ্রা রুবলে অর্থ প্রদান করতে অস্বীকার করায় ডাচ গ্যাস ফার্ম গ্যাসটেরাকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয় বলে মঙ্গলবার জানিয়েছে বিবিসি।

গ্যাসটেরা জানিয়েছে, তারা এই পদক্ষেপের প্রত্যাশা করেছিল। অন্য কোথাও থেকে তারা ২০০ কোটি ঘনমিটার গ্যাস কিনবে।

 

আংশিক রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থাটি ডাচ সরকারের পক্ষে গ্যাস কেনা-বেচা করে থাকে।

ডাচ অর্থনীতি বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র পিটার টেন ব্রুগেনকেট বলেছেন,‘একে এখনও সরবরাহের জন্য হুমকি হিসাবে দেখা হচ্ছে না।’

গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এরপর থেকে ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে। এর জবাবে রাশিয়া জানিয়ে দেয়, মস্কোর কাছ থেকে গ্যাস কিনতে হলে ডলারে নয়, বরং রুবলে দাম পরিশোধ করতে হবে। শর্ত না মানায় ইতোমধ্যে বুলগেরিয়া, পোল্যান্ড ও ফিনল্যান্ডে প্রাকৃতিক গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া।

 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন