ব্রাজিলে ভূমিধসে নিহত বেড়ে ১০৬

জিবিনিউজ 24 ডেস্ক//

ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলে গত কয়েক দিনের টানা ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ১০৬ জন নিহত হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে ১০ জন। দেশটির সরকারের বরাত দিয়ে বুধবার (১ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

উত্তর-পূর্বাঞ্চলীয় পার্নাম্বুকো রাজ্যের গভর্নর পাওলো কামারা বলেছেন, ‘নিখোঁজদের খুঁজে বের করতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে সরকার। নিখোঁজরা উদ্ধার না হওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলবে।’

 

এক টুইট বার্তায় ন্যাশনাল সিভিল ডিফেন্স জানিয়েছে, রাজধানী রেসিফসহ পার্নাম্বুকোতে ফের বন্যার আশঙ্কা রয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার পার্নাম্বুকো পরিদর্শন করেছেন দেশটির প্রেসিডেন্ট জাইর বলসোনারো।

উল্লেখ্য, ব্রাজিলে গত পাঁচ মাসের মধ্যে এটি চতুর্থ বড় বন্যার ঘটনা। গত ডিসেম্বরের শেষের দিকে এবং জানুয়ারির শুরুতে উত্তর-পূর্ব বাহিয়া রাজ্যে বৃষ্টিপাতের কারণে কয়েক ডজন মানুষ নিহত এবং কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছিল। জানুয়ারির শেষের দিকে সাও পাওলোতে বন্যার সময় কমপক্ষে ১৮ জন নিহত হয়। এর ঠিক পরের মাসে রিও ডি জেনিরো রাজ্যে প্রবল বর্ষণে নিহত হয় ২৩০ জনেরও বেশি মানুষ।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন