২৫ জুন লন্ডনের আকলু প্লাজায় বৈশাখী মেলা

gbn

জিবিনিউজ 24 ডেস্ক//

নেক্সট স্টেইজ ইভেন্ট লন্ডনে নিয়ে আসছে তাদের প্রথম আয়োজন বৈশাখী মেলা। ২৫ জুন শনিবার মেলা অনুষ্ঠিত হবে রমফোর্ডের আকলু প্লাজায়। এ উপলক্ষে লন্ডন বাংলা প্রেসক্লাবে ৩১ মে মংগলবারে নেক্সট স্টেইজ ইভেন্ট এক সংবাদ সম্মেলন করে । সংস্থার ফাউন্ডার আবদুল্লাহ মাহমুদ কথা বলেন মেলার আয়োজন নিয়ে। তিনি বলেন, নেক্সট স্টেজ ইভেন্ট বিশ্বাস করে, ২৫ জুনের বৈশাখী মেলার এই আয়োজনটি কমিউনিটির অন্যতম বৃহৎ ইভেন্ট হিসেবেই গণ্য হবে। কেননা মেলা আয়োজনের নেপথ্যে রয়েছেন একদল উদ্যমী মেধাবী তরুণ, যারা মেলাকে সুচারুভাবে সম্পন্ন করতে গ্রহণ করেছেন ব্যাপক পরিকল্পনা।

সংবাদ সম্মেলনে আকলু প্লাজার কর্ণধার আকলু মিয়া বলেন, নতুন উদ্যোক্তাদের উৎসাহ দিতেই তারা এমন আয়োজনের পাশে থাকছেন। নেক্সট ষ্টেইজ ইভেন্টসের মার্কেটিং হেড নামকরা ভ্লগার শাহনাজ শিমুল বলছিলেন মেলার আকর্ষন নিয়ে। তিনি বলেন, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে, বাংলার গৌরবময় ঐতিহ্য এবং বর্ণাঢ্য সংস্কৃতিকে তুলে ধরা। বাঙালির সংস্কৃতি প্রাণের রঙে রাঙানো। মেলার আগাগোড়া সেই রঙকে প্রাধান্য দেয়া হয়েছে। মেলায় এক্সক্লুসিভ ফ্যাশন, বাংলাদেশী হস্ত ও কারুশিল্পের প্রদর্শনীর পাশাপাশি থাকবে বৃহৎ আকারে ঐতিহ্যবাহী বাঙালি খাবারেরও প্রদর্শন। মেলার স্টলগুলোতে মিলবে বাংলার চেনা পোশাক, রঙ বেরঙের কারুপণ্য। থাকবে গরম গরম খাবারের সমারোহ।

সংবাদ সম্মেলনে আরো কথা বলেন নেক্সট স্টেইজ ইভেন্টস এডমিন ক্যামেলিয়া মাহজাবিন। মেলায় ষ্টল বুকিংয়ের জন্য নেক্সট স্টেইজ ইভেন্টসের সাথে যোগাযোগ করার জন্য বলা হয়েছে ।

গত দুই বছরে করোনা মহামারির বিধিনিষেধের কঠিন সময় অতিক্রম করে আবার আমরা নিত্য স্বাভাবিকতায় ফিরে এসেছি। আমাদের জীবনে যেমন রঙ ফিরেছে তেমনি ফিরে এসেছে প্রাণের সব উৎসব । আমরা জানি, আবহমান বাংলার সবচেয়ে বড় উৎসবটির নাম হচ্ছে বৈশাখী মেলা। বিশ্বের যেখানে বাঙালিরা গেছেন তাঁরা সঙ্গে করে নিয়ে গেছেন এই উৎসবটি।

২৫ জুন, শনিবার বেলা ১২টা থেকে রাত নয়টা পর্যন্ত অনুষ্ঠিতব্য এই মেলা উন্মুক্ত থাকবে সর্বসাধারণের জন্য। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, ফারহানা সারওয়ার, মুশরাত রহমান, ক্যামেলিয়া জাহান, , উজ্জ্বল আফজাল মিল্কি ও নীলাঞ্জন দাশ।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন