অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের  মৃত্যুতে   যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবারের  শোক

যুক্তরাষ্ট্র প্রতিনিধি:
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ও সিনিয়র আইনজীবী মাহবুবে আলমের মৃত্যুতে  যুক্তরাষ্ট্র  আওয়ামী লীগ ও আওয়ামী পরিবার গভীর  শোক ও দু:খ  প্রকাশ করেছেন।                   

যুক্তরাষ্ট্রে   প্রবাসীদের পক্ষ থেকে
আমেরিকায় বসবাসকারী লেখক, সাংবাদিক, সাহিত্যিক, রাজনীতিক, সাংস্কৃতিক সংগঠন, রাজনীতিক, সামাজিক সংগঠনের নেতৃবন্দও   গভীর শোক  জানিয়েছেন ।
যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ ও আওয়ামী পরিবারের  নেতৃবন্দ এক
শোকবার্তায় মরহুমাের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ ও আওয়ামী পরিবারের পক্ষ থেকে নেতৃবন্দদের মাঝে বিবর্তিদাতাগন হলেন মুক্তিযোদ্ধা  ড.প্রদীপ রঞ্জন কর , সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ,ইনি্জনিয়ার মোহাম্মদ আলী সিদ্দিকী,এডভোকেট শাহ  মোহাম্মদ বখতিয়ার,শরীফ কামরুল আলম হিরা,এমএ করিম জাহাংগীর,মিজবাহ আহমেদ,ফরিদ আলম,কায়কোবাদ খান,আশাফ মাসুক,মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, মুক্তিযোদ্ধা মকবুল হোসেন তালুকদার,মুক্তিযোদ্ধা  মিজানুর রহমান চৌধুরী , মোহাম্মদ ইলিয়ার রহমান, অধ্যাপক শাহনাজ মমতাজ, সুবল দেবনাথ, রুমানা আখতার ,ইঞ্জি:মিজানুল হাসান,মনজুর চৌধূরী,আখতার হোসেন, শেখ জামাল হোসেন, মো:মাঈনুদ্দিন, হুমায়ুন কবির,মিজানুর চৌধূরী, শাহিদুল ইসলাম ,ফিরোজ মাহমুদ,রমেশ নাথ, জালালউদ্দিন জলিল, জাকির হোসেন হিরু ভূইয়া,আশরাফ উদ্দিন ,ফিরোজ আহমেদ কল্লোল ,ওসমান গনি,সুহাস বডুয়া,বিশসজিৎ সাহা,নাসিম পারভীন পারু,, মোল্লা মাসুদ, ইঞ্জি:হাসান, দেলোয়ার মোল্লা,  টি মোল্লা, উৎফত মোল্লা, সিবুল মিয়া, নাদের আলী মাষ্টার,রহিমুজ্জামান সুমন, রিণ্টু লাল দাস, ফরিদা আরভি, আতাউর রহমান তালুকদার, হেলেমউদ্দিন, ইফজাল চৌধূরী, জামাল বস্ক, আলীমউদ্দিন, শারমিন তালুকদার, রাহিমুল হুদা, ছাদেকুল বদরুজজামান পান্না সহ অনেকে
নেতৃবৃনদ এবং যুক্তরাষ্ট্র-এর  আরও অনেক গন্যমান্য ব্যাক্তিগণ।
ঊলেখ্য ,মাহবুবে আলম ( ৭১) ২৭শে সেপ্টেম্বর রবিবার  সন্ধ্যায় ৭টা ২৫ মিনিটে ঢাকাস্হ সম্মিলিত সামরিক হাসপাতালে
( সিএমএইচ) চিকিৎসাধীন অবস্হায় মৃত্যুবরণ করেন  ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।খবর বাপসনিউজ।

২৭শে সেপ্টেম্বর রবিবার  বাপসনিউজকে  প্রেরিত আওয়মীলীগের এক শোক বার্তায়  নেতৃবৃনদ বলেন,গুরুত্বপূর্ণ  অনেক আইনি বিষয়ে মাহবুবে আলম দক্ষতার পরিচয় দিয়েছেন।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকান্ডের বিচার,জাতীয় চার নেতা হত্যাকান্ডের বিচার,সংবিধানের ত্রয়োদশ ও ষোড়শ সংশোধনীসহ অসংখ্য ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে ইতিহাসের অংশ হয়েছেন তিনি।

আওয়ামী লীগ ও আওয়ামী পরিবারের নেতৃবৃনদ আরোও  বলেন,দেশের আইন অঙ্গণে প্রয়াত মাহবুবে আলমের অবদান জাতি সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করবে,তাঁর মত বিচক্ষণ আইন বিশেষজ্ঞের মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল।

নেতৃবৃনদ  মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত কামনা এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন