ছাতকের সাংবাদিক নুরুল ইসলামের দাফন সম্পন্ন

আতিকুর রহমান মাহমুদ, ছাতক থেকে

ছাতক প্রেসক্লাবের সহ-সভাপতি, দৈনিক সংগ্রামের উপজেলা প্রতিনিধি নুরুল ইসলাম (৪৬) এর দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার বাদ জুম্মা গোবিন্দগঞ্জের দিঘলী রামপুর জামে মসজিদে মরহুমের প্রথম যানাজার নামাজ অনুষ্ঠিত হয়। যানাজার নামাযের পূর্বে প্রিন্সিপাল মাওলানা মখছুছুর রহমানের পরিচালনায় মরহুমের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন, অধ্যক্ষ মাওলানা আব্দুল হান্নান, মাওলানা জালাল উদ্দিন। যানাজর নামাজে ইমামতি করেন, অধ্যক্ষ আব্দুস সালাম আল মাদানী এবং শেষে মোনাজাত পরিচালনা করেন, দিঘলী রামপুর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ফজলুর রহমান কবির খান্দানী। যানাজার নামাজে ছাতক প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফেজ মাওলানা নাজমুল ইসলাম, প্রফেসর নজরুল ইসলাম, এডভোকেট রেজাউল করিম তালুকদার, মাওলানা আকবর আলী, খাজাঞ্চি ইউপির সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, হুসাইনুজ্জামান লিটন, উবায়দুল হক শাহীন, মাওলানা সদরুল আমীন, ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাজি রেজাউল করিম রেজা, অর্থ সম্পাদক আতিকুর রহমান মাহমুদ, সদস্য মোশাহিদ আলী, মরহুমের ছোট ভাই মাওলানা আমিরুল হক ও সিরাজুল হক, ব্যবসায়ী আমিনুল ইসলাম বকুল, ফখরুল ইসলাম, মিজানুর রহমানসহ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
এদিকে, বিকেল সাড়ে ৫টায় মরহুমের গ্রামের বাড়ি উপজেলার কালারুকা ইউনিয়নের রামপুর গ্রামের জামে মসজিদ মাঠে দ্বিতীয় যানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। 
তিনি সিলেটের উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার ভোরে চিকিৎসাধিন অবস্থায়  ইন্তেকাল করেন। মৃত্যুকালে দুই পুত্র ও দুই কন্যাসহ আত্মীয়-স্বজন গুনগ্রাহী রেখে গেছেন। স্ট্রোক করার পর দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। সাংবাদিক নুরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ছাতক প্রেসক্লাব'র সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম হিরণ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আখতারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক কাজি রেজাউল করিম রেজা, অর্থ সম্পাদক আতিকুর রহমান মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুনাইদ আহমদ, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাসান সবুজ, সদস্য নাজমুল ইসলাম, শাহ মোহাম্মদ আলী মুজিব, মোশাহিদ আলী, হেলাল আহমদ, আরিফুর রহমান মানিক ও নুর উদ্দিনসহ সাংবাদিকবৃন্দ। নেতৃবৃন্দরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন