সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে আগুনের পর বিস্ফোরণে শতাধিক দগ্ধ-আহত

সৈয়দ নাজমুল হাসান, ঢাকা ||

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম ডিপো নামের বেসরকারি কন্টেইনার ডিপোতে আগুন লাগার পর ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ ও আহত ব্যক্তিদের সংখ্যা বাড়ছে; রাত বাড়ার সঙ্গে একের পর এক গুরুতর আহতদের আনা হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। আহতদের সংখ্যা বেশি হওয়ায় জরুরি বিভাগে পাঠানো হচ্ছে।  

অ্যাম্বুলেন্স, প্রাইভেট কার, হিউম্যান হলার এমনটি সিএনজিচালিত অটোরিকশায় করে আহতদের আনা হচ্ছিল রাত সোয়া ৩টা পর্যন্ত। তখন পর্যন্ত সীতাকুণ্ডের বিএম ডিপোতে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।  

শনিবার রাতে লাগা এ আগুনে দগ্ধ ও আহতদের উদ্ধার করে প্রথমে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্র ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চট্টগ্রাম মেডিকএসইআরকলেজ হাসপাতালে ১০ জন পুলিশ ও ৫৩ জন ব্যক্তিকে ভর্তি করা হয়েছে। চট্টগ্রামের সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াস নগরীর চিকিৎসকদের আহতদের সেবায় রাতের বেলাতেই এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

আগুন নেভাতে গিয়ে অন্তত ফায়ার সার্ভিসের বহু কর্মী আহত হয়েছেন যাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর কথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের কুমিরা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার।

ফায়ার সার্ভিস থেকে জানা যায়, বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের কাছে রাত ৯টা ২৫ মিনিটে আগুনের খবর দেওয়া হয়। এরপর সেখানে আটটি ইউনিট যায়। প্রাথমিকভাবে হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

বিস্ফোরণের কারণে আগুন ছড়িয়ে পড়ছে এবং ৪ বর্গকিলোমিটার দূরে অবস্থিত বহুতল ভবনের জানালার গ্লাস ভেঙ্গে পড়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। 

রাত সাড়ে ৯টার পর বিএম ডিপোতে আগুনের সূত্রপাত হয়, খবর পেয়ে শুরুতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট যায়। ওই কন্টেইনার ডিপোতে রাসায়নিক থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্থানীয়রা জানিয়েছেন, ঘটনাস্থলের অনেক দূর থেকেও আগুন দেখা গেছে। আগুন এখনো নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিসের ২০ টি ইউনিট। 

চট্টগ্রামের সীতাকুণ্ড কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিষ্ফোরণ,এখন পর্যন্ত শতাধিক মানুষ আহত। জরুরি ভিত্তিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিদগ্ধ মানুষের জন্য প্রচুর রক্তের প্রয়োজন। চট্টগ্রামে ছাত্রলীগের সকল নেতাকর্মীকে রক্তদান ও জরুরি সেবার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর জন্য অনুরোধ বাংলাদেশ ছাত্রলীগ। 

এছাড়া, চট্টগ্রামের সবক'টি সরকারি-বেসরকারি হাসপাতালের এম্বুলেন্সকে সীতাকুন্ডের বিএম কন্টেইনার ডিপোতে যেতে অনুরোধ করেছে ফায়ার সার্ভিস।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন