একদিনে করোনা আক্রান্তের খবর দিলেন শাহরুখ-ক্যাটরিনা

জিবিনিউজ 24 ডেস্ক//

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা শাহরুখ খান ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।

রবিবার (৫ জুন) একইদিনে মুম্বাই থেকে করোনা আক্রান্তের খবর জানান দুই তারকা।

 

সম্প্রতি ভারতে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। এবার সেই জের পড়লো বলিউডেও।

করোনা সংক্রমণের শুরুর পর থেকে অমিতাভ বচ্চন, ঐশ্বর্যা রাই, অভিষেক বচ্চনসহ প্রায় সকলেই আক্রান্ত হয়েছিলেন।

গত মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন অক্ষয় কুমার, কার্তিক আরিয়ান, আদিত্য রয় কাপুর।

এবার শাহরুখ খানের আক্রান্ত হওয়ার খবরে উদ্বেগ বেড়েছে। শোনা যাচ্ছে আরো অনেকেই এ ভাইরাসে আক্রান্ত হতে পারেন।

এদিকে বলিউডের বড় দুই তারকা করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পরেই তৎপর হয়ে উঠেছে বিএমসি।

ফিল্ম স্টুডিওর পার্টি নিয়ে নির্দেশনা জারি করেছে মুম্বাই পৌরসভা। ধারণা করা হচ্ছে ওই পার্টির কারণেই অনেকের মধ্যে করোনাভাইরাস ছড়িয়েছে।

গতকাল নতুন ছবি জওয়ানের টিজার প্রকাশ করেছিলেন শাহরুখ খান। ছেলে আরিয়ান খানের মাদক কাণ্ডের পর এটি প্রথম ছবি হতে অনুরাগীদের। এজন্যে উৎসাহী ছিলেন ভক্তরা। এরমধ্যে করোনার খবরে ফের মন খারাপ কিং খানের অনুসারীদের।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন