কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ‘আত্মহত্যা’

gbn

জিবিনিউজ 24 ডেস্ক//

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে গোলাম মোস্তফা (৩১)। নামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ জুন) সন্ধ্যায় তিনি মারা যান।

 

গোলাম মোস্তফার বাড়ি মাদারীপুরের শিবচর থানার উতরাইল গ্রামে। তার বাবার নাম আনোয়ার হোসেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার বিকেলে শৌচাগারের ভেতরে গিয়ে ভেন্টিলেটরের রডের সঙ্গে গলায় পায়জামার ফিতা পেঁচিয়ে ফাঁস দেন। বিষয়টি বুঝতে পেরে তার সঙ্গে থাকা অপর দুই কয়েদি গুরুতর অবস্থায় মোস্তফাকে উদ্ধার করেন। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সোয়া ৬টার দিকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, গোলাম মোস্তফার বিরুদ্ধে ডেমরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। ২০২০ সালের ১৯ মার্চ তাকে মৃত্যুদণ্ড দেন আদালত। ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ২০২১ সালের ১১ জুলাই তাকে কাশিমপুর কারাগারে আনা হয়।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন