প্রবাসী বাংলাগঞ্জ-ওসমানী নগর এডুকেশন ট্রাস্টের নির্বাচনে সাদ নাজমুল মুজিব পরিষদের সংবাদ সম্মেলন

জিবিনিউজ 24 ডেস্ক//

আগামী ১২ই জুন অনুষ্ঠিতব্য প্রবাসী বালাগঞ্জ ওসমান নগর এডুকেশন ট্রাস্টের নির্বাচনে সাদ-নাজমুল-মুজিব পরিষদ সানফ্লায়ার প্যানেলের এক সংবাদ সম্মেলন ৭ জুন মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এতে উক্ত প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসহ নির্বাচনে অংশগ্রহনকারী সদস্যরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে এই প্যানেলের নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরা হয়। এতে ট্রাস্টের বিশাল ফান্ডকে সুরক্ষিত রাখতে সংগঠনকে চ্যারিটি রেজিস্ট্রেশন করা এবং ভিত্তি ব্যবস্থার আধুনিকায়নের গুরুত্ব তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এবং সাংবাদিক করা প্রশ্নের উত্তরদেন
সানফ্লাওয়ার নির্বাচন পরিচালন কমিটির সদস্য ও ট্রাস্টের সাবেক চেয়ারম্যান আনহার মিয়া, বর্তমান চেয়ারম্যান রবিন পাল, নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নরুল হক নুর আলী, সমিতির সাবেক চেয়ারম্যান আজাদ বখত চৌধুরী, ক্যাম্পেইন কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম শেখ, ক্যাম্পেইন কমিটি ট্রেজারার আনছার আলী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ট্রাস্টের মুরব্বিয়ান হত দরিদ্র শিক্ষার্থীদের স্বার্থে, বালাগঞ্জ-ওসমানীনগরের শিক্ষাক্ষেত্রে পরিবর্তনের স্বপ্ন, প্রত্যাশা আর আকাঙ্খা নিয়ে যে সংগঠনটির গোড়াপত্তন করেছিলেন সেটি এগিয়ে নিবে সাফ্লায়ার প্যানেল।

এতে বলা হয় ৩২ বছরের (১৯৯১ সালে প্রতিষ্ঠি) এই ঐতিহ্যবাহি সংগঠনটি নানা মতপার্থক্যের কারণে আজও ইস্পিত লক্ষ্যে পৌঁছতে ব্যর্থ হয়েছে। আগামীতে সাদ-নজমুল-মুজিব পরিষদ সানফ্লাওয়ার প্যানেল নির্বাচিত হলে নি¤œ লিখিত অঙ্গিকারগুলো বাস্তবায়ন করবেন।
১. সংবিধান সমুন্নত রেখে আন্তর্জাতিক চ্যারেটি রেজিস্ট্রেশনের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা।
২. বাংলাদেশে ভুমি ক্রয় করে স্থায়ী ভবণ ও অফিস নির্মাণ করা।
৩. বৃত্তি প্রদান পদ্ধতি সমোয়পযোগী করার লক্ষ্যে পুণর্মূল্যায়ন করা।
৪. ট্রাস্টিদের সুবিধার্থে পোস্টাল বা প্রক্সি ভোট পদ্ধতি চালু করা।
৫. সাধারণ সভা কর্তৃক অনুমোদন কৃত টেকনিক্যাল কলেজ নির্মানের উদ্যোগ গ্রহন করা হবে।

সাদ-নাজমুল-মুজিব পরিষদের সানফ্লওয়ার প্রতিকের প্রার্থীরা হচ্ছেন
সাদ মিয়া চেয়ারপার্সন পদপ্রার্থী
নাজমুল ইসলাম জেনারেল সেক্রেটারী পদপ্রার্থী
মুজিবুর রহমান চৌধুরী ট্রেজারার পদপ্রার্থী
বদরুজ্জামান চৌধুরী (বদরুল), সিনিয়র ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী
মো: আব্দুল কাদির রুনু, ভাইস চেয়াম্যান পদপ্রার্থী
হাজি মোহাম্মদ মাহমদ আলী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী
আব্দুল মজিদ সিরাজ, এসিসটেন্ট সেক্রেটারী পদপ্রার্থী
কবির আহমদ রাসেল, এসিসটেন্ট সেক্রেটারী পদপ্রার্থী
দবির আহমদ, এসিসটেন্ট ট্রেজারার পদপ্রার্থী
আতিকুর রহমান, মেম্বারশীপ সেক্রেটারী পদপ্রার্থী
মো: মফিজুর রহমান খান (জুবের) ওরগেনাইজিং সেক্রেটারী পদপ্রার্থী
মো: আব্দুল ওয়াহেদ অফিস সেক্রেটারী পদপ্রার্থী
মোসাম্মত রওশনারা বেগম মহিলা সেক্রেটারী পদপ্রার্থী
মো: আওলাদ আলী এক্সিকিউটিব কমিটি মেম্বার পদপ্রার্থী
মোহাম্মদ পিয়ার আলী এক্সিকিউটিব কমিটি মেম্বার পদপ্রার্থী
মো: শানার মিয়া (শানুর মিয়া) এক্সিকিউটিব কমিটি মেম্বার পদপ্রার্থী
নূরুল হাসান ইকবাল এক্সিকিউটিব কমিটি মেম্বার পদপ্রার্থী
মো: গউস মিয়া এক্সিকিউটিব কমিটি মেম্বার পদপ্রার্থী
মো: মোহন মিয়া এক্সিকিউটিব কমিটি মেম্বার পদপ্রার্থী
মো: মশাহিদ মিয়া এক্সিকিউটিব কমিটি মেম্বার পদপ্রার্থী

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন