মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপ নির্বাচন: ভোট হবে ইভিএমে

জিবিনিউজ 24 ডেস্ক//

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের শূন্য পদে আগামী ২৭ জুলাই ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে।

শূন্য পদে ভোট গ্রহণের জন্য উপ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

সোমবার (৬ জুন) বাংলাদেশ নির্বাচন কমিশনের উপ সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

তফসিল অনুযায়ী নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ২৮ জুন, বাছাই ৩০ জুন, আপিল ১-৩ জুলাই, নিষ্পত্তি ৪-৬ জুলাই, প্রত্যাহার ৭ জুলাই, প্রতীক বরাদ্দ ৮ জুলাই ও ভোট গ্রহণ ২৭ জুলাই অনুষ্ঠিত হবে।

উল্লেখ শ্রীমঙ্গল উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান পদে থাকা প্রেমসাগর হাজরা গত বছরের ৯ সেপ্টেম্বর চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য ভাইস চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছিলেন। এরপর থেকেই পদটি শূন্য অবস্থায় ছিলো৷

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন