লন্ডন বাংলা প্রেস ক্লাবের আজীবন সদস্য বিশিষ্ট ব্যবসায়ী এম এ গণি’র মৃত্যুতে ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের আজীবন সদস্য, ইউকেবিসিসিআই'র অন্যতম  পরিচালক স্বনামধন্য ব্যবসায়ী এম এ গণি’র মৃত্যুতে ক্লাবের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। 
এক শোকবার্তায় প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ ও কোষাধ্যক্ষ সালেহ আহমেদ মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জ্ঞাপন করেন। তাঁর রুহের মাগফিরাত কামনার পাশাপাশি স্বজনদের ধৈর্য্য ধারণের শক্তিদানের জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন।

উল্লেখ্য, এম এ গণি ৫ জুন, রবিবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর । তিনি স্ত্রী, ৩ ছেলে, নাতি-নাতনী ও বহু আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন। তাঁর গ্রামের বাড়ী সিলেটের বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের আকাখাজানা গ্রাম। তিনি গ্রেটার লন্ডনের হ্যারোতে বসবাস করতেন।

বিলেতের কারি ইন্ডাস্ট্রিতে মরহুম এম এ গনির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে । তিনি ছিলেন লন্ডনের রাজস্হান রেস্টুরেন্ট গ্রুপের অন্যতম পরিচালক ও  টেমস তান্দুরীর  স্বত্বাধিকারী। এছাড়াও তিনি বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের ভাইস চেয়ারম্যান ও বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র সিনিয়র সদস্য ছিলেন। 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন