জিবিনিউজ 24 ডেস্ক//
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় বাস খাদে পড়ে অন্তত ২২ জন নিহতের খবর পাওয়অ গেছে।
বুধবার পাহাড়ি এলাকার একটি রাস্তায় মোড় নেওয়ার সময় বাসটি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, দুর্ঘটনা কবলিত বাসটি অন্তত কয়েকশ ফুট গভীর খাদে পড়ে যায়। নিহতদের মধ্যে বশে কয়েকজন নারী ও একটি শিশু রয়েছে। বেলুচিস্তানের জোব জেলার ডেপুটি কমিশনার হাফিজ মোহাম্মদ কাসিম পাকিস্তানের গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন।
তিনি বলেন, যাত্রীবাহী বাসটি জোব শহর থেকে লোরালিয়ার দিকে যাচ্ছিল। ঘটনাস্থালে উদ্ধার অভিযান চলছে। এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেনি দেশটির পুলিশ।
এ ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো গভীর শোক প্রকাশ করে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা যেন এড়িয়ে চলা যায়- সে বিষয়েও পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন