আগামী সপ্তাহেই এমপিওভুক্তির ঘোষণা আসছে: শিক্ষামন্ত্রী

জিবিনিউজ 24 ডেস্ক//

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, আগামী সপ্তাহেই নন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের এমপিওভুক্তির ঘোষণা দেওয়া হবে।

শুক্রবার (১০ জুন) বাজেটোত্তর সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা জানান।

 

শিক্ষামন্ত্রী বলেন, আশা করি আগামী সপ্তাহেই আমরা এমপিওভুক্তির একটি সংবাদ দিতে পারব। এমপিওভুক্তির বিষয়টি দ্রুতই প্রকাশ করতে পারব।

কী পরিমাণ শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির আওতায় আসবে? এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, এর সংখ্যা কত সেটি এ মুহূর্তে বলতে পারছি না।

২০২২-২৩ অর্থবছরের বাজেটে বরাদ্দ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে মন্ত্রী বলেন, জনগণের উপযোগী যে বাজেট করার কথা সে ধরনের করা হয়েছে। সত্যিকার অর্থেই এই বাজেট জনকল্যাণমুখী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, গভর্নর ফজলে কবির, এনবিআর চেয়ারম্যান রহমতুন মমিন, অর্থ বিভাগের সচিব আব্দুর রউফ তালুকদার প্রমুখ।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন