সিলেট-আখাউড়া রেল সেকশন সিলেটগামী পারাবত ট্রেনের দু’টি বগিতে আগুন,সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

মৌলভীবাজার প্রতিনিধি \ সিলেট-আখাউড়া রেল সেকশনের শমশেরনগর ও মনু রেল স্টেশনের মধ্যবর্তী ডাকবেল এলাকায় সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের দু’টি বগি আগুনে ভস্মিভ‚ত হয়েছে। তবে আগুনে কারো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট কাজ করে প্রায় দেড়ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। 
শনিবার বেলা ১টায় ট্রেনের পাওয়ার থেকে আগুন লাগার ঘটনা ঘটে। এঘটনায় সিলেট-আখাউড়া রেল সেকশনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেন দুপুর ১২টা ১৫ মিনিটে শমশেরনগর রেল স্টেশন অতিক্রম করার পর থেকেই ট্রেনের জেনারেটরের বগিতে আগুনের সূত্রপাত দেখা যায়। এরপর প্রায় ৪ কি.মি. অতিক্রম করার পর ট্রেন থামানো হয়। তখন যাত্রীরা দ্রæত ট্রেন থেকে নেমে নিরাপদে আশ্রয় গ্রহণ করেন। ট্রেনের কর্তৃপক্ষ আগুন লাগা দু’টি বগি বিচ্ছিন্ন করে দেয়। পরে ট্রেনের জেনারেটর বগি ও পার্শ্ববর্তী যাত্রীবাহী বগিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। খবর পেয়ে ঘটনার প্রায় ১ ঘন্টা পর কমলগঞ্জের ফায়ার সার্ভিস স্টেশন ও মৌলভীবাজার ফায়ার সার্ভিস স্টেশন থেকে দু’টি অগ্নিনির্বাপক দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 
এ ঘটনায় ট্রেনের দু’টি বগি ব্যতীত কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ঘটনার পর সিলেট-আখাউড়া রেলসেকশনে প্রায় দু’ঘন্টা ধরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। 
আন্ত:নগর পারাবত এক্সপ্রেস ট্রেনের পরিচালক মো. ইসমাইল বলেন, ট্রেনের পাওয়ার থেকে আগুনের সূত্রপাত হয়। ট্রেন থামানোর পর দেখা যায় চাকার মধ্যে আগুন ও পরে তেলের ট্রাংকিতে আগুন ছড়িয়ে পড়ছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শমশেরনগর স্টেশন মাস্টার মো. জামাল উদ্দীন বলেন, ট্রেনটি বারোটা পয়তাল্লিশ মিনিটে শমশেরনগর স্টেশন ছেড়ে যায়। এঘটনার পর থেকে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি লংলা স্টেশনে আটকা রয়েছে। তবে আগুন পুরোদমে নিয়ন্ত্রণে এসেছে বলে তিনি জানান। শ্রীমঙ্গল রেলওয়ের ষ্ঠেশন মাস্টার সাাওয়াত হোসেন বলেন শ্রীমঙ্গল থেকে ছেড়ে যাওয়ার পর শমশেরনগর গিয়ে পারাবত ট্রেনে আগুন লেগেছে বলে খবর পেয়েছি। ঢাকা –সিলেট রেল যোগায়োগ সাময়িক বন্ধ রয়েছে। 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন