মেডিটেশনের ওপর ভ্যাট প্রত্যাহারের দাবি

জিবিনিউজ 24 ডেস্ক//

শারীরিক-মানসিক সুস্থতার জন্য মেডিটেশন উপকারী বলে এই সেবায় দীর্ঘদিন মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) আরোপ করা হয়নি। কিন্তু ২০২২-২৩ অর্থবছরের বাজেটে মেডিটেশন সার্ভিসের ওপর ভ্যাট আরোপের প্রস্তাব করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মেডিটেশনের ওপর ভ্যাট আরোপের প্রস্তাব প্রত্যাহারের দাবি জানিয়েছেন মেডিটেশনকারীরা।

জাতীয় সংসদে ঘোষিত চলতি অর্থ বছরের বাজেট প্রস্তাবে ‘মেডিটেশন সেবা’র ওপর বিদ্যমান মূসক অব্যাহতি প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। তার মানে মানসিক স্বাস্থ্য সুরক্ষায় ধ্যান করতে আবারও ভ্যাট গুনতে হবে।

 

যদিও এর আগের বছরগুলোর বিভিন্ন বাজেটে ‘মেডিটেশন সেবা’কে মানসিক স্বাস্থ্যের জন্যে উপকারী উল্লেখ করে মূসক অব্যাহতির প্রস্তাব করা হয়েছিল।

গত দুই বছরে করোনার আতঙ্ক আর আর্থিক অনটনে বিপর্যস্ত হয়েছে সাধারণ মানুষের জীবন। মেডিটেশন চর্চার মাধ্যমে তাদের মানসিক স্বাস্থ্য ও মনোবল অটুট রাখা যেতে পারে বলে মনে করছে সরকার, যা একাধিকবার অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় ফুটে উঠেছে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গত অর্থবছরের বাজেট বক্তৃতায় ‘মানসিক স্বাস্থ্য সুরক্ষার জন্যে মেডিটেশন সেবার ওপর ভ্যাট অব্যাহতি আরও এক বছরের জন্যে বৃদ্ধি’র প্রস্তাব করেন। করোনা মহামারিকালে ২০২০-২১ অর্থবছরেও মেডিটেশন সেবার ওপর থেকে ভ্যাট অব্যাহতির ঘোষণা দেওয়া হয়েছিল। সেবছর বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী ‘বৈশ্বিক এ দুর্যোগকালে জনগণের মানসিক স্বাস্থ্য ও মনোবল অটুট রাখার স্বার্থে মেডিটেশন সেবার ওপর মূসক অব্যাহতি বলবৎ’ রাখার প্রস্তাব করেন।

এর আগে ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছিলেন, ‘ধ্যান অথবা যোগ-মেডিটেশনের ওপর আগামী দুই বছরে কোনো ভ্যাট আরোপ না করার প্রস্তাব করছি।’

২০১৪-১৫ অর্থ বছরের বাজেটেও তিনি বলেছিলেন, ‘মেডিটেশন সেবা গ্রহণ করে হতাশাগ্রস্ত অনেক মানসিক ও শারীরিক ব্যাধিগ্রস্ত মানুষ মুক্তির প্রয়াস পায়। সে কারণে মেডিটেশন সেবার ওপর প্রযোজ্য মূসক প্রত্যাহারের প্রস্তাব করছি।’

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন