ভারতীয় ফ্যাশন ডিজাইনার প্রত্যুষা গারিমেল্লার রহস্যমৃত্যু

জিবিনিউজ 24 ডেস্ক//

হায়দরাবাদের বনজারা হিলস থেকে ভারতীয় ফ্যাশন ডিজাইনার প্রত্যুষা গারিমেল্লার (৩৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, প্রত্যুষা আত্মহত্যা করেছেন। যদিও, তার মৃত্যু ঘিরে দানা বেঁধেছে একাধিক রহস্য।

প্রত্যুষা ভারতের অন্যতম ফ্যাশন ডিজাইনারদের মধ্যে একজন। তার ক্লায়েন্টের মধ্যে রয়েছেন, বলিউড থেকে টলিউডের বিভিন্ন সেলেব্রিটিরা।

পুলিশ জানিয়েছে, শনিবার (১১ জুন) দুপুরের পর বনজারা হিলসের ফ্ল্যাটে অনেকক্ষণ প্রত্যুষার কোনো সাড়া না পেয়ে নিরাপত্তারক্ষীরা খবর দেন স্থানীয় থানায়। খবর পেয়ে পুলিশ এসে দরজা ভেঙে তার মৃতদেহ উদ্ধার করে। ফ্ল্যাটের বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এসময় পুলিশ তার ঘর থেকে একটি বিষের শিশি উদ্ধার করেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এই বিষই প্রত্যুষার মৃত্যুর কারণ। তবে তিনি আত্মহত্যা করেছেন নাকি খুন হয়েছেন, সে বিষয়ে এখনই নিশ্চিত নয়।

প্রত্যুষার পরিচিতদের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে, গত কয়েকদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। কাজের সঙ্গেই সেই অবসাদ জড়িয়ে ছিল।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন