জিবিনিউজ 24 ডেস্ক//
ভারতের অরুণাচলের চীন সীমান্তে টানা ১৩ দিন ধরে নিখোঁজ দুই ভারতীয় সেনা। অরুণাচলের ভারত-চীন সীমান্তে ওই সেনা মোতায়েন ছিলেন।
ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, নিখোঁজ ওই দুই সেনার নাম প্রকাশ সিং রানা ও হরেন্দ্র নেগি। গত ২৯ মে থেকে তাদের কোনো খবর নেই। দুজনই থাকলা পোস্টে কর্মরত ছিলেন।
উত্তরাখণ্ড রাজ্যের রুদ্রপ্রয়াগের বাসিন্দা রানা কর্মরত ছিলেন সপ্তম গাড়োয়াল রাইফেলসে। তার বাড়িতে নিখোঁজ হওয়ার খবর দিয়েছে সেনাবাহিনী।
শুক্রবার রানার পরিবারের সঙ্গে সাক্ষাত করেন সাহসপুরের বিজেপি বিধায়ক সহদেব সিং। সংবাদমাধ্যমে তিনি বলেন, রানার নিখোঁজ হওয়ার বিষয়টি নিয়ে প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি এ ব্যাপারে সাহায্যের আশ্বাস দিয়েছেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন