বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান ও তার স্ত্রীর সম্পদ যাচাই করছে দুদক

জিবিনিউজ 24 ডেস্ক//

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বেঙ্গল গ্রুপ লিমিটেডের চেয়ারম্যান আবুল খায়ের লিটু ও তার স্ত্রী মহুয়া খায়েরের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধ সম্পদের প্রাথমিক প্রমাণ পাওয়ার গত ২৩ মার্চ তাদের সম্পদ বিবরণীর নোটিশ দেওয়া হয়। ওই নোটিশের প্রেক্ষিতে খায়ের দম্পতি দুদকে সম্পদের হিসাব জমা দেন।

রোববার (১২ জুন) বেঙ্গল গ্রুপ লিমিটেডের চেয়ারম্যান ও তার স্ত্রীর দাখিল করা সম্পদ যাচাইয়ে উপপরিচালক মো. মোনায়েম হোসেনকে অনুসন্ধানকারী কর্মকর্তা হিসাবে নিয়োগ দিয়েছে দুদক। সংস্থাটির জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।

দুদক সূত্রে জানা যায়, কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বেঙ্গল গ্রুপ লিমিটেডের চেয়ারম্যান আবুল খায়ের লিটু ও তার স্ত্রী মহুয়া খায়েরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের সই করা পৃথক নোটিশে তাদের স্থাবর ও অস্থাবর সব সম্পদের হিসাব চাওয়া হয়।

গত ২৩ মার্চ তাদের গুলশানের বাসার ঠিকানায় পাঠানো নোটিশে বলা হয়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অনুসন্ধান করে দুদকের স্থির বিশ্বাস জন্মেছে, আপনারা জ্ঞাত আয় বহির্ভূত স্বনামে-বেনামে বিপুল পরিমাণ সম্পদ/সম্পত্তির মালিক হয়েছেন। তাই নিজ ও আপনাদের ওপর নির্ভরশীল ব্যক্তির নামে-বেনামে অর্জিত যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী কমিশনে দাখিল করবেন। এ আদেশ প্রাপ্তির ২১ কার্যদিবসের মধ্যে নির্ধারিত ছকে সম্পদ বিবরণী দাখিলে ব্যর্থ হলে কিংবা মিথ্যা সম্পদ বিবরণী দাখিল করলে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ৫(২) ধারা মোতাবেক আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্র আরও জানায়, সম্পদের নোটিশ দেওয়ার পর গত সপ্তাহে ‍দুদক সচিব মো. মাহবুব হোসেনের কাছে সম্পদের হিসাব দাখিল করেন তারা। ওই সম্পদ বিবরণী যাচাই-বাছাই করার জন্য আজ অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন