জিবি নিউজ ।।
তেল-গ্যাসসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মৌলভীবাজার জেলা সদরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে মৌলভীবাজার জেলা বিএনপি।
শনিবার ১১ জুন দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব সম্মুখে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন।
জেলা বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফখরুল ইসলামের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ইসহাক চৌধুরী মামনুন,সদর থানা যুবদলের আহবায়ক হাফিজ আহমেদ মাফফুজ,সিনিয়র যুগ্ম আহবায়ক আমীর মোহাম্মদ,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান,সাংগঠনিক সম্পাদক ইমামুল হক রিপন ও প্রথম যুগ্ম সম্পাদক শাহান চৌধুরী।
সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মো.হেলু মিয়া, সাংগঠনিক সম্পাদক বকসী মিছবাউর রহমান,সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিজাম, জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শামীম আহমদ,জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ¦ল, জেলা জাসাসের সাবেক সভাপতি মারুফ আহমেদ,জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আব্দুল করিম ঈমানী,সদর থানা বিএনপির যুগ্ম সম্পাদক শামীম জাফর, সাংগঠনিক সম্পাদক সফিউর রহমান,সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফয়সল,জেলা যুবদল নেতা সিরাজুল ইসলাম পিরুন,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক পিপলু আব্দুল হাই ।
প্রতিবাদ সমাবেশ শেষে সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন এর নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। পরে মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারের কাছে গিয়ে শেষ হয়। এতে বিএনপি,যুবদল,ছাত্রদল স্বেচ্ছাসেবকদল,কৃষকদলসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতকর্মীরা অংশ নেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, তেল-গ্যাসসহ বিদ্যুতসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে সারা দেশে আজ নীরব দুর্ভিক্ষ চলছে। ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের সীমাহীন দুর্নীতির কারণে নিত্যপণ্যের দাম আজ লাগামছাড়া। অথচ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের কোনো পদক্ষেপ নেই। মানুষের কথা বলতে রাস্তায় নামলে পুলিশ বাধা দিচ্ছে।
এই অগণতান্ত্রিক ভোটারবিহীন সরকারের আমলে মানুষ শান্তিতে নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে সাধারণ মানুষ আজ দিশেহারা। মানুষের ভাত ও কাপড় নিশ্চিত করতে হলে এই সরকারকে হটাতে হবে বলে মন্তব্য করেন তারা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন