জিবিনিউজ 24 ডেস্ক//
গ্রাহকের ১ হাজার ৮৬১ কোটি টাকা আত্মসাতের মামলায় দণ্ডিত ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীনের স্ত্রী ফারাহ দিবাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
রোববার (১২ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ আদেশ দেন।
দুদকের সরকারি কৌঁসুলি আহমেদ আলী সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পলাতক আসামি ফারাহ দিবা আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ মামলায় ফারাহ দিবার ৮ বছরের কারাদণ্ড ও ৪০ কোটি টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
এর আগে গত ১২ মে অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় রফিকুল আমীন, কোম্পানির প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদসহ ৪৬ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড দেন আদালত। রফিকুলকে ১২ বছরের কারাদণ্ড ও ২০০ কোটি টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এছাড়া ডেসটিনির চেয়ারম্যান মোহাম্মদ হোসেনকে ১০ বছরের কারাদণ্ড ও ১ কোটি ৫০ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ডেসটিনির প্রেসিডেন্ট ও সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদকে ৪ বছরৈর কারাদণ্ড এবং ৩ কোটি ৫০ লাখ টাকার অর্থদণ্ড দেওয়া হয়। বাকি আসামিদের ৫ থেকে ৯ বছরের কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন