মৌলভবিাজার প্রতিনিধি\
দেশব্যাপী জনশুমারি ও গৃহগণনা ২০২২ উপলক্ষ্যে মৌলভীবাজারে সচেতনতামূলক র্যালি করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর সদস্যরা। গতকাল রোববার (১২জুন) সকালে মৌলভীবাজার সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের আয়োজনে এ র্যালি শহর প্রদক্ষিণ করে। র্যালিতে অংশগ্রহণ করেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ও বিএনসিসিও দেবাশীষ দেবনাথ, মৌলভীবাজার সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের পিইউও রফি উদ্দিন। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজ, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ, শ্রীমঙ্গল ভিক্টোরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্যাডেট ও বিএনসিসির সামরিক প্রশিক্ষক। জনশুমারির তথ্য সংগ্রহ কার্যক্রমে শুমারি কর্মী হিসেবে সারাদেশে প্রায় ৩ লাখ ৭০ হাজার গণনাকারী, ৬৪ হাজার সুপারভাইজার এবং বিবিএসের সাড়ে ৪ হাজারের অধিক কর্মচারী এ প্রক্রিয়ার সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকবেন। এছাড়া বিবিএসবহির্ভূত বিভিন্ন সরকারি দফতরের প্রায় ৯ শ’কর্মচারী জোনাল অফিসার হিসেবে দায়িত্ব পালন করবে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন