জায়েদ ভালো ছেলে, সে আমাকে অসম্মান করেনি: মৌসুমী

জিবিনিউজ 24 ডেস্ক//

জায়েদ ভালো ছেলে, সে আমাকে অসম্মান বা উত্যক্ত করেনি, এমনটাই জানিয়েছেন চিত্রনায়িকা মৌসুমী। ওমর সানীর অভিযোগ ভিত্তিহীন দাবি করছেন এ অভিনেত্রী। এই প্রসঙ্গ নিয়ে ওমর সানী কেন প্রকাশ্যে কথা বলছেন, সেটা জানেন না বলেও জানিয়েছেন তিনি।

রোববার (১২ জুন) ওমর সানী বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে জায়েদ খানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। তার দাবি, গত চার মাস ধরে জায়েদ খান তার স্ত্রী চিত্রনায়িকা মৌসুমীকে বিরক্ত করছেন। এই নিয়ে সাংগঠনিক ব্যবস্থার দাবি জানান তিনি।

 

এ বিষয়ে মৌসুমী বলেন, আমি মনে করি আমার প্রসঙ্গটা টানার কোনো প্রয়োজন ছিল না। আমি জায়েদকে অনেক স্নেহ করি ও আমাকে যথেষ্ট সম্মান করে। আমাদের মধ্যে যতটুকু কাজের সম্পর্ক, সেটা খুবই ভালো একটা সম্পর্ক। সেখানে ও আমাকে অসম্মান করার কোনো প্রশ্নই ওঠে না। আর ওর এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে, এমন কিছুই আমি দেখিনি। তারপর বলব ও অনেক ভালো ছেলে। সে কখনই আমাকে অসম্মান করেনি।

তিনি আরো বলেন, কেন এই প্রশ্নটা বারবার আসছে, সে আমাকে বিরক্ত করছে- উত্ত্যক্ত করছে, এই জিনিসটা আমার আসলে... জানি না এটা কেনো হচ্ছে। এটা যদিও একান্ত আমাদের ব্যক্তিগত সমস্যা। সে সমস্যা আমাদের পারিবারিকভাবেই সমাধান করা দরকার ছিল।

ওমর সানী প্রসঙ্গে মৌসুমী বলেন, এখানে জায়েদের খুব একটা দোষ আমি পাইনি। আরেকটা কথা বলতে চাই, আমাকে ছোট করার মধ্যে আমাদের... যাকে আমরা অনেক শ্রদ্ধা করে আসছি সেই ওমর সানী ভাই কেন এতো আনন্দ পাচ্ছেন- সেটা আমি বুঝতে পারছি না। আমার কোনও সমস্যা থাকলে অবশ্যই আমার সঙ্গে সমাধান করবে, সেটিই আমি আশা করি।

সবশেষে তিনি বলেন, ওমর সানী এক তরফা বলেছেন। কিন্তু মোসুমী বিষয়টি নিয়ে অভিযোগ করছেন কী-না; এটা সবার জানা বেশি জরুরি।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন