কুয়েতের আমির মারা গেলেন

 জিবিনিউজ24ডেস্ক//

কুয়েতের আমির সাবাহ আল–আহমেদ আল–জাবের আল–সাবাহ (৯১) মারা গেছেন। আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। খবর রয়টার্স ও আল–জাজিরার।

প্রয়াত শেখ সাবাহকে আধুনিক কুয়েতের পররাষ্ট্রনীতির স্থপতি বলে মনে করা হয়। তিনি ১৯৬৩ থেকে ২০০৩ সাল পর্যন্ত দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৩ সালে তিনি প্রধানমন্ত্রী হন।

২০০৬ সালের জানুয়ারি মাসে শেখ জাবের–আল সাবাহর মৃত্যুর পর তিনি কুয়েতের আমির হন। গত বছরের আগস্ট মাসে কুয়েত শেখ সাবাহর রোগের কথা স্বীকার করে। গত জুলাই মাসে তিনি অস্ত্রোপচার শেষে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান। এর আগে ২০০২ ও ২০০৭ সালে তিনি দুই দফায় অসুস্থ হয়ে পড়েন।
এর আগে তিনি যখন অনুপস্থিত ছিলেন তখন তাঁর সৎভাই ৮৩ বছর বয়সী ক্রাউন

প্রিন্স নওয়াফ আল–আহমদ আল–সাবাহ দেশটির ভারপ্রাপ্ত শাসক হিসেবে দায়িত্ব পালন করেন। শেখ নওয়াফ দীর্ঘ সময় দেশটির স্বরাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন