জিবিনিউজ 24 ডেস্ক//
সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের (ইসি) দায়িত্ব নিয়ে প্রথমবারের মতো একসঙ্গে ১৮৯টি ভোটের পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে কাজী হাবিবুল আউয়াল কমিশন। কুমিল্লা সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ মোট ১৮৯টি ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে বুধবার (১৫ জুন)।
তবে এসব ভোটের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) ভোটকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে আউয়াল কমিশন। ভোটের এ পরীক্ষায় এখন পর্যন্ত শক্তভাবেই প্রস্তুতির জানান দিচ্ছে নতুন কমিশন। যার প্রতিফলনও ঘটছে প্রতিনিয়ত। ইতোমধ্যে আচরণবিধি লঙ্ঘনের দায়ে বেশ কয়েকটি ইউপিসহ পৌর ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। কুমিল্লা সিটি ভোটেও হুঁশিয়ারি দিয়ে ইসি বলেছে, অনিয়ম হলেই ভোট বন্ধ করে দেওয়া হবে।
প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি কে এম নুরুল হুদা কমিশনের মেয়াদ শেষ হয়। অনুসন্ধান কমিটির সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ২৬ ফেব্রুয়ারি কাজী হাবিবুল আউয়ালকে প্রধান নির্বাচন কমিশন (সিইসি) হিসেবে নিয়োগ দেন। একই সঙ্গে চার কমিশনার হিসেবে অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর ও অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব আনিছুর রহমানকে নিয়োগ দেওয়া হয়। এই কমিশনের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ পরিচালক ও যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান জানান, কুসিক ভোটের সব কার্যক্রম সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। একই দিন একটি উপজেলায় সাধারণ নির্বাচন ও তিনটি উপজেলায় বিভিন্ন পদে উপনির্বাচন, পাঁচ পৌরসভায় সাধারণ ও একটি ওয়ার্ডে উপনির্বাচন, ১৩২টি ইউনিয়নে সাধারণ ও ৪৭টি ইউপিতে বিভিন্ন পদে উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে কুসিক, ১৩২ ইউপি ও দুটি পৌরসভায় ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন