জিবিনিউজ 24 ডেস্ক//
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগায় বৃহস্পতিবার দুই টেস্টের সিরিজ শুরু করবে বাংলাদেশ। ওই টেস্ট সিরিজের টাইটেল স্পন্সর পেয়েছে ইলেক্সনিক্স পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন। তবে সিরিজের টাইটেল স্পন্সরে থাকছে পদ্মা সেতুর নাম।
আগামী ২৫ জুন উদ্বোধন হবে বাংলাদেশের অন্যতম মেগা প্রজেক্ট ‘স্বপ্নের পদ্মা সেতু’। বাংলাদেশ সিরিজে ওই সেতু উদ্বোধনের হাওয়া লাগাতে সিরিজের নাম দেওয়া হয়েছে ‘পদ্মা সেতু ড্রিম ফুলফিলড ফ্রেন্ডশিপ টেস্ট সিরিজ প্রেজেন্টেড বাই ওয়ালটন’।
টাইটেল স্পন্সরে পদ্মা সেতুর নাম যুক্ত করার বিষয়টি ওয়ালটনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের টাইটেল স্পন্সরে পদ্মা সেতুর নামের সঙ্গে যুক্ত করা হয়েছে পদ্মা সেতুর ছবি। সঙ্গে পদ্মা সেতু ড্রিম ফুলফিলড লেখা এবং ওয়েস্ট ইন্ডিজ দলের অফিসিয়াল লোগো। ওই লোগের নিচে রাখা হয়েছে ওয়ালটটের নাম।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন