লন্ডনের হান্সলো ইস্ট ওয়ার্ডের নির্বাচনে জুনু মিয়া কাউন্সিলর বিজয়ী উপলক্ষে ওয়েস্ট লন্ডন বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর আয়োজনে আনন্দ উৎসব

gbn

জিবি নিউজ || লন্ডন ||

১২জুন রোজ রবিবার ২০২২খ্রীঃ দুপুর ১২:০০ ঘটিকায় হান্সলোর বিখ্যাত হানিমুন ব্যাঙ্কোটিং হলে এই আনন্দ উৎসবের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশির সমাগম ঘটে। প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও উপস্থিত ছিলেন ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশের প্রবাসী 

শুরুতে  এসোসিয়েশনের    সভাপতি মুহিবুর রহমান   আগতদের অভ্যর্থনা জানিয়ে বক্তব্যের মাধ্যমে  সবাইকে স্বাগত জানান। 

অনুষ্ঠানটি পরিচালনা করেন এসোসিয়েশন ডেপুটি সেক্রেটারি ও ইউএস ইন্সটিটিউট অফ ডিপ্লোমেসি অ্যান্ড হিউম্যান রাইটস ওয়াশিংটন ডিসি কনসালট্যান্ট রাকিব এইচ রুহেল , সাথে ছিলেন এডুকেশন সেক্রেটারি মুশফিক বারি আশিক এদিকে অনুষ্ঠান শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়, এ সময় তিলাওয়াত করেন রোশন আলী। 

সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন  নব নির্বাচিত কাউন্সিলর ওয়েস্ট লন্ডন বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও লন্ডন বরো হান্সলোর প্রথম বাংলাদেশি কাউন্সিলর মুজিবুর রহমান জুনু মিয়া। 

তাহাকে ফুল দিয়ে স্বাগত জানান ক্ষুদে সাংবাদিক জাইম ও সারা বেগম এবং সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ |

বক্তব্য রাখেন কমিউনিটি নেতা , মুক্তিযোদ্ধা ও সংগঠনের  ভাইস-চেয়ারম্যান- সৈয়দ আবদুল কাইয়ুম (কায়সার) 

সম্মানিত অতিথিবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন  ফেলথাম ও হেস্টনের লেবার এমপি  সীমা মালহোত্রা,ব্রেন্টফোর্ড আইজেলওয়ার্থ এমপি রুথ ক্যাডবেরি, হাউন্সলো  মেয়র রঘবিন্দর সিধু, হান্সলো কাউন্সিল লিডার  শান্তনু রাজাওয়াত, হান্সলো কাউন্সিলের প্রাক্তন মেয়র বিষ্ণু গুরু ,হাউন্সলো বরোর সিনিয়র কাউন্সিলর প্রীতম গ্রাওয়াল,  হাউন্সলো কাউন্সিলের চিফ উইপ এবং সিএলপি সেক্রেটারি জন স্ট্রউড, ক্যাবিনেট মেম্বার এবং কাউন্সিলর স্যু স্যাম্পসন৷ , ক্যাবিনেট মেম্বার এবং কাউন্সিলর সামিয়া চৌধুরী , কাউন্সিলর মিঃ রাশেদ ভাট্টি, 

ওয়েস্ট লন্ডন বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রাক্তন চেয়ারম্যান এবং কমিউনিটি নেতা জনাব আব্দুল শহীদ, 

আরও বক্তব্য রাখেন, সামাজিক সংগঠন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল (জিএসসি) ইন ইউকের মিডিলসেক্স হাউন্সলো ব্রাঞ্চ এর প্রাক্তন চেয়ারম্যান মিরন মিয়া ,  

বাংলাদেশ ক্যাটারাস এসোসয়েশনের সভাপতি জনাব আব্দুল মুনিম(OBE) , পাশা খন্দকার-MBE ( বাংলাদেশ ক্যাটারাস এসোসয়েশনের এর সাবেক সভাপতি) , মিতু চৌধুরী- ( বাংলাদেশ ক্যাটারাস এসোসয়েশনের এর সাধারণ সম্পাদক),  

ওয়েস্ট লন্ডন বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর ট্রেজারার মোহাম্মদ মাসুক উদ্দিন , ক্রীড়া  সম্পাদক - মইদুল হোসেন , কমিউনিটি নেতা সর্বজনাব এখলাছুর রহমান | 

মানিকুর রহমান – জিবিনিউজ, আব্দুর রাজ্জাক কমিউনিটি নেতা ,আরোছা চৌধুরী, প্রমুখ। 

এছাড়াও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস ট্রেজারার - ওয়াহিদ আহমেদ (পারভেজ), সামাজিক সাংস্কৃতিক সম্পাদক - রুশন আলী,  মহিলা কল্যাণ সম্পাদক - মিসেস নার্গিশ আক্তার বানো,প্রচার সম্পাদক- আব্দুল জব্বার, এবং কার্যনির্বাহী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মিসেস লুৎফুন নাহার চৌধুরী, স্যাম হক,  মোহাম্মদ আব্দুল কালাম, 

এই কর্মসূচিকে সফল করতে যারা সহযোগিতা করেছেন তারা হলেন  -দীন মোহাম্মদ,আব্দুল আহাদ,আব্দুল রফ, ওয়াহিদ, ইফতেখার, জাকির, শামীম আহমেদ ,মিজানুর রহমান,নিজাম রহমান, মিজানুর রহমান (সিলেট বাজার),পাবেল আহমেদ , ডঃ আজমল হুসাইন- এমরান আহমেদ ,মাহেরুল ইসলাম  

অন্যদিকে এই পুরও অনুষ্ঠান কে মাতিয়ে তুলতে আয়োজন করা হয়েছিলো সাংস্কৃকিত অনুষ্ঠান,এতে পারফর্ম করেন সুনামধন্য শিল্পী রাজা কাসেফ এবং রুবায়েত জাহান  

অনু্ষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে ছিলো জনপ্রিয় সংবাদ মাধ্যম জিবি নিউজ টুয়েন্টিফোর ডট কম।  

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন