জিবি নিউজ ।।
গত ২৯ মে রবিবার মবেরলয় স্পোর্টস সেন্টারে সারাদিনব্যাপী নর্থ ওয়েস্ট মিনিস্টার ব্যাডমিন্টন ক্লাবের টুর্নামেন্ট সম্পন্ন হয়। টুর্নামেন্টে দুইটি বিভাগে মোট ৪০টি দলের অংশগ্রহণ ছিলো। ডি গ্রুপে ২০টি আর সামাজিক গ্রুপে আরো ২০টি দল অংশগ্রহণ করে।
তুমুল প্রতিযোগিতামুলক ব্যাডমিন্টন টুর্নামেন্টে ডি গ্রুপে খায়রুল এবং জসিম জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌবর অর্জন করে ইমতিয়াজ ও শামীম জুটি। এছাড়া তৃতীয় স্থান অধিকার করেন আলী ও এরশাদ জুটি আর চতুর্থ স্থান অর্জন করেন জাইউল এবং কায।
অপর সামাজিক গ্রুপে শামসু এবং রুমেল জুটি সরোয়ার এবং ফখরুল জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেন। এছাড়া তৃতীয় স্থান অর্জন করেন রাশেদ এবং শাব জুটি আর চতুর্থ স্থান অর্জন করেন আমরান এবং শরিফ।
খেলা শেষে বিজয়ীদের মধ্যে ট্রফি বিতরন করা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন