গাইবান্ধায় যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতন- থানায় মামলা দায়ের

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা ||

 

 গাইবান্ধার সদর দক্ষিণ বানিয়াজান এলাকায় যৌতুকলোভী স্বামী ও তার পরিবারের নির্যাতনের শিকার হয়েছেন এক নারী।

অভিযোগে জানা যায়, মোঃ গোলাম কিবরিয়া বাপ্পি (২৮) এর সহিত মোছা:খাতিজা আক্তার লিওন(২১) এর গত ২৮/০১/২০১৫ ইংরেজি খ্রিস্টাব্দে মুসলিম শরা- শরিয়া মোতাবেক রেজিঃ:মুলে বিবাহ সম্পন্ন হয়। বিবাহের সময় ভুক্তভোগী লিওনের মা তার সাধ্যমতো বিয়ের ব্যয় সম্পূর্ণ করেন। কিন্তু গোলাম কিবরিয়া বাপ্পি ও তার পরিবার এতে সন্তুষ্ট হয়নি। শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন। ভুক্তভোগী লিওন তার ভবিষ্যৎ সংসার ও অনাগত সন্তানের কথা চিন্তা করিয়া সংসার করে আসছিল।

 

অভিযুক্ত গোলাম কিবরিয়া বাপ্পি ও তার পরিবারের সদস্য মোহাম্মদ জুয়েল মিয়া, মোঃ সোহেল রানা , মোছা: রোসনা বেগম গং কর্তৃক এক লক্ষ টাকা যৌতুক দাবি করে।ভুক্তভোগী  অপারগতা প্রকাশ করলে, তাকে বেদম মারপিট করে বাড়ি থেকে বাহির করে দেয়।

 তথ্য সংগ্রহের সময় আরও জানা যায় নির্যাতিতা একজন অন্তঃসত্ত্বা নারী।

এ ব্যাপারে ভুক্তভোগির পরিবার বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারা মোতাবেক একটি মামলা দায়ের করেন। উক্ত মামলার সি.আর নং :৫০৮/২০২১।

বর্তমানে নির্যাতিতা নারী মোসাম্মৎ খাতিজা আক্তার লিওন, ভীতসন্ত্রস্থ ও অসহায় দিনযাপন করছে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন