জিবিনিউজ 24 ডেস্ক//
গত কয়েক বছরে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও সফল ব্যান্ড বলা যায় ‘বিটিএস’কে। তাদের গান প্রকাশ মানেই নতুন রেকর্ড। সবখানে তাদের জয়জয়কার। গ্র্যামি থেকে বিলবোর্ড অ্যাওয়ার্ডস, জাতিসংঘ সদর দফতর থেকে হোয়াইট হাউস সব জায়গায় পৌঁছে গেছে দলটি।
তবে এবার বিশ্বজুড়ে ঝড় বইয়ে দেওয়া কোরিয়ান ব্যান্ড ‘বিটিএস’ এর পথচলায় ছেদ। এখন থেকে তারা দলবদ্ধ হয়ে নয়, বরং একক ক্যারিয়ারে নজর দেবেন। যার যার মতো করে আলাদা গান করার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
মঙ্গলবার (১৪ জুন) ছিল ব্যান্ডটির বার্ষিক ‘ফিসতা’ ডিনার। এরপরই তারা আলাদা হওয়ার ঘোষণা দেন। সম্মিলিতভাবে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু বিটিএস-এর এমন ঘোষণা তাদের ভক্তদের মনে বিশাল এক ধাক্কা দিয়েছে।
বিটিএস-এর অন্যতম সদস্য আরএম বলেন, আমি সবসময়ই বিটিএসকে অন্য ব্যান্ডগুলোর চেয়ে আলাদা ভেবেছি। কিন্তু কে-পপ ও পুরো ‘আইডল’ পদ্ধতির সমস্যা হলো এটা আপনাকে পরিণত হওয়ার সুযোগ দেবে না। আপনাকে গান চালিয়ে যেতে হবে এবং কিছু না কিছু করতে হবে।
এক ভিডিও বার্তায় ব্যান্ডটির আরেক সদস্য সুগা বলেন, আমরা এখন আলাদা হয়ে যাব। আরেক সদস্য জিমিন বলেছেন, এখন আমাদের নতুন ভাবনা শুরু হলো। কী ধরনের শিল্পী হিসেবে ভক্তরা আমাদের মনে রাখবে।
পুনরায় এক হওয়ার আশাও ছাড়ছেন না বিটিএস মেম্বাররা। ভক্তদের আশা দেখিয়ে জে-হোপ বলেন, আমরাদের এখন আলাদাভাবে সময় কাটাতে হবে। শিখতে হবে কীভাবে আবার একত্র হওয়া যায়। আশা করি আপনারা এটাকে নেতিবাচকভাবে দেখবেন না, স্বাস্থ্যকর এক ব্যবস্থা হিসেবেই ভাববেন।
ফিরে আসার প্রত্যাশায় বিটিএস সদস্য জাংকুক বলেন, প্রতিজ্ঞা করছি, নিশ্চিতভাবেই কখনো না কখনো আমরা এখনকার চেয়ে আরও পরিণত হয়ে ফিরে আসব।
ব্যান্ডটির ভাঙন নিয়ে তাদের রেকর্ড কোম্পানির প্রতিক্রিয়া জানতে চেষ্টা করেছে এএফপি। কিন্তু প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানায়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন