জিবিনিউজ 24 ডেস্ক//
ভালোবেসে ঘর বেঁধেছিলেন জনি-অ্যাম্বার। কিন্তু বিয়ের মাত্র দুই বছরের মাথায় জনি ডেপের সঙ্গে বিচ্ছেদ হয় অ্যাম্বার হার্ডের। তাদের সম্পর্কের তিক্ততা আদালত পর্যন্ত গড়ায়। মামলা করেন একে অন্যের বিরুদ্ধে। অনেক কাদা-ছোড়াছুড়ির পর জনির কাছে মানহানির মামলা হেরে যান অ্যাম্বার। মামলায় হেরে প্রথমবারের মতো মুখ খুলেছেন তিনি।
সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে অ্যাম্বার বলেন, আমি এখনও তাকে ভালোবাসি। পুরো হৃদয় দিয়ে ভালোবাসি। আমি সম্পর্কটা টিকিয়ে রাখতে চেয়েছিলাম। কিন্তু পারিনি। আমার তাকে নিয়ে কোনো খারাপ অনুভূতি নেই কিংবা খারাপ ইচ্ছেও নেই। এটা বোঝা কঠিন, আবার সহজও। যদি কাউকে ভালোবেসে থাকেন কখনো, তাহলে বোঝা সহজ।
তিনি বলেন, আদালতে তার কিছু ভুল হয়েছে। কিন্তু কোনো মিথ্যা কথা বলেননি তিনি।
উল্লেখ্য, আদালতের জুরি সদস্যরা জানিয়েছেন, আম্বার যে ঘরোয়া হিংসার অভিযোগ জনির বিরুদ্ধে এনেছিলেন, তা মিথ্যা এবং অবমাননাকর। অ্যাম্বারকে আদালত নির্দেশ দিয়েছেন জনি ডেপকে ১৫ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ১৩৪ কোটি ৩৭ লাখ টাকা) পরিশোধ করতে। এর মধ্যে ১০ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৮৯ কোটি ৫৮ লাখ টাকা) জরিমানা এবং বাকি ৫ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৪৪ কোটি ৭৯ লাখ টাকা) শাস্তি হিসেবে ধার্য করা হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন