বিশ্বে শান্তিতে ৯৬তম স্থানে বাংলাদেশ

জিবিনিউজ 24 ডেস্ক//

চলতি বছর বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থানের অবনতি হয়েছে। অস্ট্রেলীয় গবেষণাপ্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিসের এ সূচকে বাংলাদেশ ২.০৬৭ পয়েন্ট নিয়ে বিশ্বে শান্তিতে ৯৬তম স্থানে বাংলাদেশ। গত বছরের প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান ছিল ৯১তম।

বুধবার (১৫ জুন) প্রকাশ করা এ বছরের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে সবচেয়ে শান্তির দেশ আইসল্যান্ড। এরপর যথাক্রমে নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, ডেনমার্ক, অস্ট্রিয়া, পর্তুগাল, স্লোভেনিয়া, চেক প্রজাতন্ত্র, সিঙ্গাপুর ও জাপানের অবস্থান।

 

ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিসের প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থান চতুর্থ। এই অঞ্চলে সবচেয়ে শান্তির দেশ ভুটান, ১৯তম। আর দ্বিতীয় অবস্থানে থাকা নেপাল আছে ৭৩তম স্থানে। শ্রীলঙ্কা ৯০তম, ভারত ১৩৫তম, পাকিস্তান ১৪৭তম আর আফগানিস্তান ১৬৩তম স্থানে রয়েছে। এই তালিকার সবচেয়ে খারাপ অবস্থানে আফগানিস্তান।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন