জিবিনিউজ 24 ডেস্ক//
জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে টিসির ফেরি ও যাত্রীবাহী জাহাজের ভাড়া ২০ শতাংশ বাড়িয়ে পুনর্নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুন) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আগামী রোববার (১৯ জুন) থেকে এ ভাড়া কার্যকর হবে। ফেরি চলাচলের ছয়টি রুটে সব ধরনের যানবাহনের জন্য এ বৃদ্ধি পাওয়া ভাড়া প্রযোজ্য হবে। সেগুলো হলে, পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট, শিমুলিয়া-বাংলাবাজার/মাঝিরকান্দি, চাঁদপুর-শরীয়তপুর, ভোলা-লক্ষ্মীপুর এবং লাহারহাট-ভেদুরিয়া।
এছাড়া ঢাকা-বরিশাল-মোরেলগঞ্জ, চট্টগ্রাম থেকে সন্দ্বীপ, হাতিয়া, দৌলতখান, বরিশাল এবং ঢাকা-কালীগঞ্জ রুটে চলাচলকারী যাত্রীবাহী জাহাজগুলো ২০ শতাংশ বেশি ভাড়া নেবে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন