জিবিনিউজ 24 ডেস্ক //
বহুবার কবে বিয়ে করছেন সেই প্রশ্নের সম্মুখিন হয়েছেন ক্লোজআপ ওয়ান তারকা লিজা। কৌশলে এড়িয়ে গেছেন উত্তর। তবে সম্প্রতি ফেসবুকের একটি লাইভে অতিথি হিসেবে হাজির হয়ে লিজা মুখ খুলেছেন তার প্রেম-বিয়ে নিয়ে।
সেখানে তিনি জানান, একজনের সঙ্গে সম্পর্ক রয়েছে তার। তবে তার নাম-পরিচয় এখনই বলতে চান না। তাকেই বিয়ে করবে অন্তত দুই-তিন বছর পর- এমনটাই পরিকল্পনা এই কণ্ঠশিল্পীর।
লাইভে লিজা বলেন, ম্যাচিউরড সব মানুষই কারো না কারো সঙ্গে সম্পর্ক করে। আমারও সম্পর্ক আছে একজনের। এটুকু স্বীকার করতে আপত্তি নেই। আর বিয়েও হবে ইনশাআল্লাহ। তবে এখনই না। আরো দুই-তিন বছর অন্তত অপেক্ষা করতে চাই।
লাইভে লিজা আরো বলেন, পরিবারের সহযোগিতা ছাড়া এ পর্যন্ত আসা সম্ভব ছিল না। আমি তো বলবো আমার এ পর্যন্ত আসার পেছনে ৯৯ ভাগই পরিবারের অবদান। কারণ বাবা-মাসহ পরিবারের সবাই এত সহযোগিতা ও উৎসাহ দেন সেটা বলে বোঝানো যাবে না।
লিজা তার ভক্তদের প্রতি ভালোবাসা ছড়িয়ে তাদের কাছে দোয়া চেয়েছেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন