জিবিনিউজ 24 ডেস্ক//
সম্প্রতি জনপ্রিয় রবীন্দ্রসংগীত ‘আমারো পরানো যাহা চায়’ বেসুরো কণ্ঠে গেয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছেন হিরো আলম। সামাজিক মাধ্যম ফেসবুকে গানটি পোস্ট করার পর থেকেই আক্রমণের শিকার হচ্ছেন উদ্ভট নানা কাণ্ডকারখানা করে আলোচনায় থাকা এই কনটেন্ট ক্রিয়েটর। এ ঘটনায় ক্ষমাও চেয়েছেন তিনি।
তবে এবার এক ভিডিও বার্তায় জানালেন, ভবিষ্যতে সুন্দরভাবে গান করার চেষ্টা করবেন তিনি।
হিরো আলম জানান, তিনি শখ করেই গান করেন। কাউকে অসম্মান করার উদ্দেশ্য তার নেই। তার কণ্ঠটাই এমন। ভবিষ্যতে সুন্দরভাবে গান করার চেষ্টা করবেন তিনি।
তিনি বলেন, আসলে একটা পিকনিকে গিয়ে গানটা আমি গেয়েছিলাম। পরে এটা এডিট করে কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়েছেন। এমনকি এটা আমার চ্যানেলেরও কোনো কাজ না।
হিরো আলম বলেন, আমি পেশাদার কোনো কণ্ঠশিল্পী না। আমার ভক্তদের বিনোদন দেওয়ার জন্যই বিভিন্ন গান করি। কাউকে কখনোই ছোট করার ইচ্ছা আমার থাকে না। আরে ভাই, আমার গলাটাই এমন। আপনারা সবাই তা জানেন।
প্রসঙ্গত, তুমুল সমালোচনা মুখেও নিয়মিত নতুন নতুন গান নিয়ে হাজি হন হিরো আলম। নিজের মতো করে বেসুরেই গলা মেলান সেসব গানে।
কয়েকদিন আগে ভারতের ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন বাদ্যকরের সঙ্গে ‘হাউ ফানি’ শিরোনামে গান করেন হিরো আলম। এর আগে রানু মন্ডলের সঙ্গেও গান তিনি গেয়েছেন তিনি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন