জিবিনিউজ 24 ডেস্ক//
টানা বৃষ্টিতে চট্টগ্রামে আলাদা পাহাড় ধসে দুই ভাইসহ চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচ জন।
শুক্রবার (১৭ জুন) দিবাগত রাত ২টায় নগরীর আকবর শাহ থানার ১ নম্বর ঝিল এলাকা এবং ১৮ জুন ভোর ৪টায় ফয়’স লেক সি-ওয়ার্ল্ড গেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ঝিল এলাকার ফজলুল হকের মেয়ে শাহিনুর আকতার (৩০) ও মাহিনুর আকতার (২০)। এ ঘটনায় আহত হয়েছেন তাদের মা রানু বেগম (২৮) ও বাবা ফজলুল হক (৭০)। লেকসিটি এলাকায় মারা গেছেন আমিনুর রহমানের ছেলে লিটন (২৩) ও ইমন (১৪)।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন গণমাধ্যমকে জানান, রাত ১টার দিকে ১ ঝিলের বরিশাল ঘোনা এলাকায় পাহাড়ের পাদদেশে গড়ে উঠা একটি ঘরের উপর মাটি ধসে পড়ে। ফায়ার সার্ভিস কর্মীরা এসে মাটির নিচ থেকে চারজনকে তুলে হাসপাতালে নিয়ে যায়। এসময় চিকিৎসক দুই বোন শাহীনুর ও মাইনুরকে মৃত ঘোষণা করে। তাদের বাবা ফজল হক ও মা মোশারা বেগম আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
তিনি আরও জানান, ভোরে ফয়’স লেক সী ওয়ার্ল্ডের পাশে বিজয় নগর এলাকায় আলাদা পাহাড় ধসের ঘটনায় লিটন ও ইমন নিহত হয়েছেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন