কাবুলের শিখ মন্দিরে বিস্ফোরণ, বহু হতাহতের শঙ্কা

gbn

জিবিনিউজ 24 ডেস্ক//

আফগানিস্তানের রাজধানী কাবুলে শিখ মন্দিরে বিস্ফোরণের ঘটনায় বহু মানুষ হতাহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর বিবিসির।

স্থানীয় সময় শনিবার (১৮ জুন) সকালের ওই বিস্ফোরণে ঠিক কতজন হতাহত হয়েছে সে বিষয়টি এখনও নিশ্চিত নয়।

 

ঘটনাস্থল থেকে গোরনাম সিং নামের এক স্থানীয় কর্মকর্তা রয়টার্সকে জানান, ওই মন্দিরে প্রার্থনা করছিলেন প্রায় ৩০ জন। সে সময়ই বিস্ফোরণের ঘটনা ঘটে। ঠিক কতজন মারা গেছেন বা কতজন বেঁচে আছেন আমরা তা জানি না।

তিনি বলেন, তালেবানের সদস্যরা কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছে না। তাই আমরা জানি না যে, এখন আমরা কি করব।

স্থানীয় প্রচারমাধ্যম টোলো বেশ কিছু ফুটেজ প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, ঘটনাস্থল থেকে চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ছে।

কাবুলে অবস্থিত শেষ শিখ মন্দির এটি। এই সম্প্রদায়ের নেতারা জানিয়েছেন, দেশটিতে বর্তমানে শিখদের সংখ্যা মাত্র ১৪০। ১৯৭০ সালে এই সংখ্যা ছিল প্রায় লাখের কাছাকাছি।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন