প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টাকারী মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

gbn

জিবিনিউজ 24 ডেস্ক//

গোপালগঞ্জের কোটালীপাড়ায় শক্তিশালী বোমা পুঁতে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ মো. এনামুল হককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার (১৮ জুন) র‌্যাবের গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।

 

র‌্যাব জানিয়েছে, পলাতক আসামি শেখ মো. এনামুল হককে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে রোববার (১৯ জুন) রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক।

গ্রেপ্তারকৃত এনামুল নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) সঙ্গে সরাসরি জড়িত ছিল। সে সংগঠনটির প্রতিষ্ঠাতা মুফতি আব্দুল হান্নানের অন্যতম সহযোগী ছিল বলে সন্দেহ করা হচ্ছে।

উল্লেখ্য, ২০০০ সালের ২০ জুলাই গোপালগঞ্জের কোটালীপাড়ায় জনসভাস্থলে ৭৬ কেজি ওজনের বোমা পুঁতে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত মুফতি আব্দুল হান্নান ও এনামুলসহ আটজনকে মৃত্যুদণ্ড এবং ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন