ব্রিটেনে গত ২৪ ঘন্টায় (মঙ্গলবার) সর্বাধিক সংখ্যক ৭১৪৩ জন আক্রান্ত : মৃত্যু ৭১ জনের

gbn

জিবিনিউজ 24 ডেস্ক //

ব্রিটেনে গত ২৪ ঘন্টায় সর্বাধিক সংখ্যক ৭১৪৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যা গতকালের চেয়ে ৩ হাজারের বেশি। এটি করোনা মহামারি শুরুর পর থেকে একদিনে সর্বোচ্চ সংখ্যক আক্রান্তের রেকর্ড।

এদিকে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৭১ জনের। এই সংখ্যা গত ১লা জুলাইর পর সর্বাধিক। গতকাল সোমবার মৃত্যু বরণ করেন ১৩ জন, রবিবার ছিলো ১৭ জন, শনিবার ছিলো ৩৪ জন, শুক্রবার ছিলো ৩৪ জন। মোট মৃতের সংখ্যা ৪২ হাজার ৭২জন। এই মৃত্যুর পরিসংখ্যান আজ সকাল ৯ টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।
গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭১৪৩ জন। গতকাল সোমবার ছিলো ৪০৪৪ জন, রবিবার ছিলো ৫৬৯৩ জন, শনিবার ছিলো ৬০২৪ জন, শুক্রবার ছিলো ৬৮৭৪ জন, বৃহস্পতিবার ছিলো ৬৬৩৪ জন । আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৪৬ হাজার ১৫৬ জন। (দ্যা সান)

এদিকে হাসপাতাল সূত্র জানিয়েছে গত ২৪ ঘন্টায় হাসপাতালে ৪৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৪৪ জন, ওয়েলসে ৩ জন, স্কটল্যান্ড , উত্তর আয়ারল্যান্ডে নতুন করে কোন মৃত্যুর খবর প্রকাশ করেনি। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার।
ইংল্যান্ডের যে ৪৪ জন মৃত্যুবরণ করেছেন তাদের বয়স ৪৭ থেকে ৯৯ বছর।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন