যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবীতে আলতাব আলী পার্কে সমাবেশ ২২শে জুন

gbn

 

আনসার আহমেদ উল্লাহ


পবিত্র ঈদ ইসলামের অনুসারীদের জন্য সবচেয়ে বড় উৎসব। এর আনন্দ সকলের জন্য সমান হওয়া চাই। অথচ এই দিনে ব্রিটেনের মূলধারার প্রতিষ্ঠান থেকে ছুটি পেলেও আমাদের মালিকাধীন বেশিরভাগ কর্মক্ষেত্র থেকেই কর্মীদের ছুটি দেয়া হয় না। ফলে ঈদের দিনও তাদের কাজে ছুটতে হয়। এতে হাজার হাজার কর্মী, তাঁর পরিবার ও স্বজনদের ঈদের আনন্দ ম্লান হয়ে যায়। এই অসাম্য দূর করা বহুদিনের ন্যায্য দাবী, সামাজিক দাবী এবং সর্বোপরি ধর্মের দাবী।

এই দাবী পূরণে প্রতিষ্ঠানসমূহের মালিকদের সদিচ্ছাই যথেষ্ট। তাদের একটি নৈতিক সিদ্ধান্তই বর্তমানের চিত্র বদলে দিতে পারে। বছরে দুটি দিন বন্ধ রেখে কিংবা খোলা রাখার বিকল্প ব্যবস্থা করে মালিকপক্ষ কর্মীদের ঈদের ছুটির ব্যবস্থা করতে পারেন। যুক্তরাজ্যে ঈদের ছুটি চাই  শ্লোগাণে সাপ্তাহিক পত্রিকা ও ৫২বাংলা টিভি একটি যৌথ সামাজিক আন্দোলন শুরু করেছে। কমিউনিটিতে সামাজিক প্রচারণার অংশ হিসাবে আগামী ২২ জুন বুধবার আলতাব আলী পার্কে এক সমাবেশ এর আয়োজন করা হয়েছে।

 

এই শুভ উদ্যোগ ও প্রচারণায় আন্তরিক অংশগ্রহনের জন্য সকলের প্রতি অনুরোধ করা হয়েছে। তারিখ ও স্থান: ২২ জুন,বুধবার, আলতাব আলী পার্ক। সময়: বিকাল ৫:৩০টা।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন