জিবিনিউজ 24 ডেস্ক//
হরুখ খানের ডন ৩ কিছুদিন ধরেই টুইটারে ট্রেন্ড করছে এবং তার কারণ ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সিনেমার কোনো আপডেট না দেওয়ার জন্য নেটিজেনরা ফারহান আখতারকে ট্রল করছেন।
ডন ৩ এর শুটিং চলছে, কিন্তু এ সম্পর্কে কোনো খবর নেই। ডন এবং ডন ২ যথাক্রমে ২০০৬ এবং ২০১১ সালে মুক্তি পেয়েছিল। দুটি সিনেমাতেই শাহরুখ খানের অভিনয়ই ভালো লেগেছে ভক্তদের এবং তাই ভক্তরা অধীর আগ্রহে ডন ৩ এর জন্য অপেক্ষা করছেন। সে কারণেই সিনেমার কোনো আপডেট না পেয়ে কিছুটা বিরক্ত শাহরুখ ভক্তরা।
ফারহান আখতারকে নিয়ে ট্রল করা হচ্ছে এবং অনলাইনে মেম শেয়ার করা হচ্ছে। কিছু মেম দেখে নেওয়া যাক-
অমিতাভ বচ্চন তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শাহরুখ খানের সাথে নিজের একটি ছবি শেয়ার করে লিখেছেন- কন্টিনিউং দ্য সেইম ভেইন। বিগ বি হলেন অরিজিনাল ডন আর এর রিমেকে দারুণ কাজ করেছেন শাহরুখ খান।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন