জিবিনিউজ 24 ডেস্ক //
মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিকের জীবনমান উন্নয়নে চারজন চা শ্রমিককে ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার নির্মিত ঘরের উদ্বোধন করেন জাতীয় সংসদের সদস্য নেছার আহমদ এমপি।
ঘর প্রাপ্তরা হলেন- উত্তরভাগ চা বাগানের লক্ষণ গড়াইত, আমিনাবাদ চা বাগানের আদনারায়ন অলমিক, ইটা চা বাগানের আনোয়ার আলী ও রাজনগর চা বাগানের অনন্ত রায়(লক্ষীন্দর)।
বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে ও রাজনগর উপজেলা সমাজকল্যাণ পরিষদের সার্বিক তত্বাবধানে উপজেলার ৩টি ইউনিয়নের চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে মডেল আবাসন প্রকল্পের আওতায় ঘরগুলো নির্মাণ করা হয়।
উপজেলার উত্তরভাগ ইউনিয়নের উত্তরভাগ চা বাগানে ঘর উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি নছার আহমদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- রাজনগর উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াঙ্কা পাল, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, রাজনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুরনগর ইউনিয়নের চেয়ারম্যান মিলন বখত, উত্তরভাগ ইউনিয়নের চেয়ারম্যান শাহ শাহিদুজ্জামান ছালিক, কামারচাক ইউনিয়নের চেয়ারম্যান নজমুল হক সেলিম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সোহেল আহমদ প্রমুখ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন