সিলেটের আশ্রয়কেন্দ্রে কমিউনিস্ট পার্টির খিচুড়ি বিতরণ

জিবিনিউজ 24 ডেস্ক//

সিলেটের দুইটি আশ্রয়কেন্দ্রে সহস্রাধিক মানুষকে খিচুড়ি বিতরণ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেট জেলা। রবিবার বিকেলে এ খিচুড়ি বিতরণ করা হয়।

এদিন বিকেলে প্রথমে নগরের মিরাবাজারস্থ কিশোরী মোহন প্রাথমিক বিদ্যালয়ে এবং পরে শাহজালাল জামেয়া উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে এ খিচুড়ি বিতরণ করা হয়। এ সময় অন্তত ১ হাজার মানুষকে এক বেলা পরিমাণ খাবার বিতরণ করা হয়।

খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলার সাধারণ সম্পাদক খায়রুল হাছান, সাবেক সাধারণ সম্পাদক ও সিলেট বিভাগের সমন্বয়ক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, খেলাঘর সিলেট জেলার সাধারণ সম্পাদক তপন চৌধুরী টুটুল, উদীচী সিলেট জেলার সহ সভাপতি রতন দেব, সাধারণ সম্পাদক দেবব্রত পাল মিন্টু, সিপিবি নেতা আরিফ হোসেন সুমন, ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক নাহিদ হাসান প্রান্তিক, আহ্বায়ক মনীষা ওয়াহিদ প্রমুখ।

এ সময় সিপিবি জেলা সাধারণ সম্পাদক খায়রুল হাছান বলেন, ‘সিলেট একটি ভয়ঙ্কর সময় পার করছে। বন্যায় পানিবন্দি লাখ লাখ মানুষ। এ অবস্থায় কমিউনিস্ট পার্টি মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই উদ্যোগ নিয়েছে। আমাদের এই সহায়তা চলমান থাকবে।’

তিনি আরও বলেন, ‘আশ্রয়কেন্দ্রগুলোতে এখনো সরকারি পর্যাপ্ত ত্রাণ তৎপরতা নেই। যা বর্তমান অবস্থাকে আরও সঙ্কটময় করে তুলছে।’

তাই দ্রুত সময়ের মধ্যে আশ্রয়কেন্দ্রে সরকারি উদ্যোগে খাবারের ব্যবস্থা করার জোর দাবি জানাই আমরা।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন