জিবিনিউজ 24 ডেস্ক//
ভারত থেকে ১০ লাখ টন গম আনছে বাংলাদেশ। পাশাপাশি দেশটি থেকে আরও গম আনতে চায় বাংলাদেশ। সেজন্য ভারতকে নতুন করে প্রস্তাবও দেওয়া হয়েছে। আর গম আনার এ পদ্ধতি হবে জিটুজিতে।
রোববার (১৯ জুন) নয়াদিল্লিতে সপ্তম যৌথ পরামর্শক কমিশন (জেসিসি) বৈঠক শেষে সোমবার (২০ জুন) ঢাকার বিমানবন্দরে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
ড. মোমেন বলেন, আমরা ১০ লাখ টন গম আনব। মাঝখানে বিধিনিষেধ এসেছিল, এখন তারা সব বিধিনিষেধ তুলে নিয়েছে। তবে এরইমধ্যে যারা এলসি করেছে তারাই গম আনতে পারবে। এলসি তারা পরীক্ষা করবে, কারণ গমের দাম বাড়ার ফলে অনেক ভূঁইফোড় ব্যবসায়ী গম আনার চেষ্টা করেছে। এজন্য তারা তারা এলসি পরীক্ষা করবে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাছাড়া আমরা আরও গম আনতে চাইছি। সেজন্য আমরা জিটুটি করব। আমরা নতুন প্রস্তাব দিয়েছি। তারা বলেছে, এটা বিবেচনা করবে। তাদের গমের কোনো অভাব নেই।
নয়াদিল্লিতে দুই দেশের সম্পর্কের সামগ্রিক দিক নিয়ে আলোচনা হয় জেসিসি বৈঠকে। বৈঠকে ঢাকার পক্ষে ড. মোমেন ও নয়াদিল্লির পক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নেতৃত্ব দেন।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন