এবার করণ জোহরকে অপহরণের তথ্য ফাঁস

জিবিনিউজ 24 ডেস্ক//

ফাঁস হয়ে গেল বলিউডের পরিচালক করণ জোহরকে অপহরণের ছক। সঙ্গে পাঁচ কোটি টাকা করণের থেকে আদায়ের পরিকল্পনা ছিল বলে জানা গেছে। এর আগে প্রাণনাশের হুমকি পেয়েছেন বলিউডের সুপারস্টার সালমান খান ও তার বাবা সেলিম খান। 

চলতি মাসের প্রথমদিকে একটি হুমকির চিঠি পেয়েছিলেন সেলিম খান। বাড়ির সামনের একটি বেঞ্চে চিঠিটি রাখা ছিল। চিঠিতে স্পষ্ট বলা ছিল, পঞ্জাবের কংগ্রেস নেতা তথা গায়ক সিধু মুসেওয়ালার মতো পরিণতি হবে সালমান খান ও তার বাবা সেলিম খানের। এরপরই বান্দ্রা থানায় এফআইআর দায়ের করে খান পরিবার। সঙ্গে সঙ্গে তদন্তও শুরু করে পুলিশ। ধরা পড়ে দলটি।

সিধু মুসেওয়ালা খুনের ঘটনায় সৌরভ মহাকাল অন্যতম বড় ভূমিকা পালন করেছেন বলেই জানতে পেরেছিল পুলিস। গত সপ্তাহেই ভারতের অপরাধ দমন শাখা সৌরভ মহাকালকে গ্রেপ্তার করে। সিধু মুসেওয়ালা খুনের ঘটনায় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ও তার সাঙ্গপাঙ্গদের জেরা করে পুলিশ। সালমান ও তার বাবা সেলিমকে হুমকি চিঠি পাঠানোর ঘটনার পর মুম্বাইয়ের অপরাধ দমন শাখার তদন্তকারী একটি দল এসে মহাকালের সঙ্গে কথা বলে যান। 

অভিযুক্ত সৌরভ মহাকালের দাবি, পরিচালক করণ জোহর নাকি তাদের লক্ষ্য ছিলেন। সেই কথা যাচাই করে দেখছে পুলিশ।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন