জিবিনিউজ 24 ডেস্ক//
ব্রিটেনে বিভিন্ন সেক্টরে কর্মী সংকট দেখা দিয়েছে, আমরা সবাই জানি। কিন্তু এখন জানা গেলো, ব্রিটেনের নিম্ন আদালতগুলোতে ম্যাজিস্ট্রেটেরও সংকট সৃষ্টি হয়েছে। মহামারির কারণে আদালতে অনেক মামলা ঝুলে আছে। কিন্তু ম্যাজিস্ট্রেটের ওভাবে মামলাগুলো নিষ্পত্তি করা যাচ্ছেনা। ব্রিটেনের বিচার মন্ত্রণালয় এখন নতুন প্রজন্মের কর্মকর্তা নিয়োগের উদ্যোগ নিয়েছে, যেখানে লন্ডনের বহুজাতিক সংস্কৃতির প্রতিফলন দেখা যাবে। এই মুহূর্তে ৭ শতাংশের কিছু বেশী ম্যাজিস্ট্রেটের বয়স ৩৯ বছরের কম। অর্থাৎ, বয়স্ক ম্যাজিস্ট্রেটের সংখ্যা বেশী। ম্যাজিস্ট্রেট হিসেবে যারা আছেন, তাদের মাত্র এক তৃতীয়াংশ ব্ল্যাক, এশিয়ান এবং সংখ্যালঘু সম্প্রদায় থেকে এসেছেন। প্রায় ৭০শতাংশ শ্বেতাঙ্গ। বিচার মন্ত্রণালয় আশা করছে, ইংল্যান্ডে প্রায় ৪ হাজার নতুন ম্যাজিস্ট্রেট পাওয়া যাবে। এবং এর ফলে এই ভারসাম্যহীনতা দূর হবে। ম্যাজিস্ট্রেট হতে হলে কোনো শিক্ষাগত যোগ্যতা লাগেনা। আদালতে লিগ্যাল এডভাইজাররা আইনের খুঁটিনাটি নিয়ে ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন। ম্যাজিস্ট্রেটরা বেতন নিয়ে কাজ করেন না। এই কাজ করতে হয় ভলান্টিয়ার হিসেবে। তবে কাজ করতে গিয়ে যে খরচটা হয়, সেটি আদালতের পক্ষ থেকে পুষিয়ে দেয়া হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন